IQNA

কুরআনের সূরাসমূহ/৬০

সূরা মুমতাহিনাহ্'য় আল্লাহর শত্রু এবং কাফেরদের থেকে দূরে থাকার প্রতি জোর দেওয়া হয়েছে

21:08 - February 19, 2023
সংবাদ: 3473366
তেহরান (ইকনা): ধর্মের শত্রুরা সর্বদাই ধর্ম ও ধর্মপ্রাণ মানুষকে ধ্বংস করতে চেয়েছে; কখনো তারা যুদ্ধ, বলপ্রয়োগ ও নিপীড়ন করে, আবার কখনো বন্ধুত্বের হাত বাড়িয়ে মুমিনদেরকে এভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে।

পবিত্র কুরআনের ৬০তম সূরা’র নাম মুমতাহিনাহ্ । ১৩টি আয়াত বিশিষ্ট এই সূরাটি পবিত্র কুরআনের ২৮তম পারায় অবস্থিত। এই সূরাটি মাদানী সূরা এবং নাযিলের ক্রমানুসারে এই সূরাটি ৯১তম সূরা যা প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.)এর উপর নাযিল হয়েছে।
এই সূরাকে " মুমতাহিনাহ্ " বলা হয়; কেননা দশম আয়াতে নবী (সা.)-কে নির্দেশ দেওয়া হয়েছে: যেসকল নারী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তাদেরকে যেন পরীক্ষা করা হয়, যাতে তাদের স্বামীদের ছেড়ে মদিনায় হিজরতে কারণ ও উদ্দেশ্য স্পষ্ট হয়।
ইসলামের নবী (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করার পর তাঁর সাহাবী ও মুসলমানরাও মক্কায় আসেন। এদিকে ইসলামের নবী (সা.)-এর প্রতি বিশ্বাসী কিছু মহিলাও মদিনায় আসেন। ইসলামের নবী (সা.)-কে এই হিজরতের প্রেরণা সম্পর্কে তাদের পরীক্ষা করার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল।
সূরা মুমতাহিনাহ্  কাফের বা অবিশ্বাসীদের সাথে মুমিনদের বন্ধুত্বের কথা বলেছে এবং এ ব্যাপারে কঠোরভাবে নিষেধ করেছে। সূরার শুরুতে কাফেরদের সাথে বন্ধুত্ব জন্য সতর্ক করা হয়েছে এবং সূরার শেষে একই সতর্কবাণী দেওয়া হয়েছে; এই সূরার আয়াতগুলোর মধ্যে অভিবাসী নারী এবং ইসলামের নবী (সা.)-এর প্রতি নারীদের আনুগত্য সম্পর্কে কিছু আইন ব্যক্ত করা হয়েছে।     
এই সূরায় হযরত ইব্রাহীম (আ.)-এর মূর্তিপূজার বিরোধিতা করা এবং পালিত পিতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও আজরকে কুফর বা অবিশ্বাস পরিহারের উদাহরণ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
এই সূরার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মুসলমানদের সাথে কাফেরদের বন্ধুত্ব করার মূল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করা এবং অবশেষে তাদের ধর্মে দীক্ষিত করা। তারা পরকালে বিশ্বাস করে না এবং যারা পরকালে বিশ্বাসী না, তারা ঈমানদার বা বিশ্বাসীদের জন্য ভালো বন্ধু হতে পারে না।

 

ট্যাগ্সসমূহ: কুরআনের সূরাসমূহ
captcha