IQNA

কুরআন হতে জ্ঞান / ৯

উদ্ভিদ সম্পর্কে কু্রআনের অলৌকিক ঘটনা

16:57 - December 14, 2022
সংবাদ: 3472993
তেহরান (ইকনা): কুরআনে ব্যবহৃত বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলোয় দেখা যায় যে, আধুনিক বিজ্ঞানীরা যা প্রমাণ করেছেন, পৃথিবীতে উদ্ভিদের অনুপাত এবং তারা যে পরিমাণ কার্বন শোষণ করে এবং তারা যে অক্সিজেন নিঃসরণ করে তার অনুপাতের মধ্যে একটি ভারসাম্য রয়েছে।
"বোটানিতে কুরানের অলৌকিকতা" শীর্ষক একটি নোটে আরব গবেষক হোসেইন ফাজিল আল-হালু উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে কুরআনের আয়াতের সাথে আধুনিক বিজ্ঞানের অভিযোজনের প্রমাণ তালিকাভুক্ত করেছেন।
এই নোটে, সূরা আনআমের ৯৯ নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে:
وَهُوَ الَّذِي أَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ نَبَاتَ كُلِّ شَيْءٍ فَأَخْرَجْنَا مِنْهُ خَضِرًا نُّخْرِجُ مِنْهُ حَبًّا مُّتَرَاكِبًا وَمِنَ النَّخْلِ مِن طَلْعِهَا قِنْوَانٌ دَانِيَةٌ وَجَنَّاتٍ مِّنْ أَعْنَابٍ وَالزَّيْتُونَ وَالرُّمَّانَ مُشْتَبِهًا وَغَيْرَ مُتَشَابِهٍ انظُرُوا إِلَى ثَمَرِهِ إِذَا أَثْمَرَ وَيَنْعِهِ إِنَّ فِي ذَلِكُمْ لَآيَاتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ
এবং তিনিই আকাশ হতে বারি বর্ষণ করেছেন, অতঃপর আমরা এর মাধ্যমে সকল প্রকার উদ্ভিদের অঙ্কুরোদগম করেছি, অতঃপর তা হতে সবুজ মুকুল উদ্গত করে তা থেকে সুবিন্যস্ত শস্যদানা বের করেছি; এবং খেজুর গাছের মঞ্জুরী থেকে ঝুলন্ত কাঁদিসমূহ (বের করেছি) এবং আঙ্গুর, জয়তুন ও ডালিমের উদ্যানসমূহ সৃষ্টি করেছি, যাদের মধ্যে কিছু পরস্পরের সদৃশ এবং কিছু বিসদৃশ; যখন এগুলো ফলবন্ত ও পরিপক্ব হয় তখন সেগুলোর প্রতি লক্ষ্য কর, নিশ্চয় এর মধ্যে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন নিহিত আছে।
পানি যে সমস্ত উদ্ভিদের মৌলিক পদার্থ তা বিস্ময়কর। বৃষ্টি মাটিতে পড়লে তা মাটির সাথে মিশে যায় এবং পানি ও মাটির কণার মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ শক্তির সৃষ্টি হয়; ফলে মাটির পরিমাণ বৃদ্ধি পায়। এই শক্তিগুলি মাটির কণাকে কম্পিত করে এবং তাদের আকার বৃদ্ধি করে। এটি একটি বৈজ্ঞানিক সত্য যা আমরা আজ দেখতে পাচ্ছি; কিন্তু কুরআন নাযিলের সময় এ বিষয়ে কেউ জানত না।
পবিত্র কুরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন: 
وَتَرَى الْأَرْضَ هَامِدَةً فَإِذَا أَنزَلْنَا عَلَيْهَا الْمَاءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَأَنبَتَتْ مِن كُلِّ زَوْجٍ بَهِيجٍ
এবং তুমি ভূমিকে মৃতবৎ দেখে থাক, অতঃপর যখন আমরা তার ওপর বারি বর্ষণ করি তখন তা আন্দোলিত ও বর্ধিত হতে থাকে এবং সর্ব প্রকারের দৃষ্টিনন্দন (উদ্ভিদ) উদ্গত করে।
সূরা হাজ্জ, আয়াত: ৫। 
শুষ্ক জমিতে নড়াচড়া একেবারেই বন্ধ হয় না, এমনকি মাটির কণাও নড়াচড়া করে, তবে তা খুবই দুর্বল। মরা ও শুকনো মাটিতে পানি পড়লে মাটি দীর্ঘ সময়ের জন্য নিজের ভিতরে পানি জমা করে রাখে, যা গাছের ক্রমাগত পুষ্টি নিশ্চিত করে।
এই আয়াতটি সম্পূর্ণ বৈজ্ঞানিক নির্ভুলতার সাথে অঙ্কুরোদগমের পর্যায়গুলি সম্পর্কে কথা বলেছে।
তারপরে মাটিতে থাকা বীজগুলি পানি শোষণ করতে শুরু করে এবং প্রসারিত এবং বৃদ্ধি পায় এবং অঙ্কুরোদগম প্রক্রিয়া শুরু হয়। কুরআনের মাহাত্ম্য থেকেই এটি তিনটি শব্দে এই সমস্ত পদক্ষেপকে সংক্ষিপ্ত করেছে:
اهْتَزَّتْ وَرَبَتْ وَأَنبَتَتْ
আন্দোলিত ও বর্ধিত হতে থাকে এবং সর্ব প্রকারের দৃষ্টিনন্দন (উদ্ভিদ) উদ্গত করে।
 
captcha