IQNA

আমস্টারডামে ফাতিহ মসজিদে হাজারো দর্শকের ভিড়

0:02 - November 15, 2022
সংবাদ: 3472823
তেহরান (ইকনা): নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত দ্য ফাতিহ মসজিদ। নাইট অব মিউজিয়াম দিবসে হাজারের বেশি অমুসলিম দর্শনার্থী মসজিদটি পরিদর্শন করেছেন। মসজিদে এসে দর্শনার্থীরা ইসলাম, মসজিদ ও ইসলামী শিল্পকলা সম্পর্কে জানতে পারেন। আনাদুলু এজেন্সি সূত্রে জানা যায়, আমস্টারডামের নয়নাভিরাম মসজিদটি তার্কিশ দিয়ানাত ফাউন্ডেশন অধিভুক্ত একটি ধর্মীয় প্রতিষ্ঠান।
মসজিদের দায়িত্বশীল কামাল গোজুতোক বলেন, ‘নেদারল্যান্ডসের মানুষ ইসলাম ধর্ম ও মসজিদের ভেতরের দৃশ্য দেখতে খুবই আগ্রহী। মসজিদের মেহরাব, মিম্বর ও টাইলস সম্পর্কে অনেক কিছু জানতে চায়। ’
ভবনটি মূলত ১৯২৭ সালে চার্চ হিসেবে নির্মাণ করা হয়। এরপর দীর্ঘ এক দশকের বেশি সময় এমনিতেই পড়েছিল। এদিকে উপাসনার স্থানের আবেদন জানিয়ে ১৯৮০ সালে তুর্কি শ্রমিকরা তা কিনে নেয়। ১৯৮১ সালে ভবনটি মসজিদে রূপান্তর করা হয় এবং ১৯৮৬ সালে তা ডাচ ধর্মীয় ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত হয়।
 
মসজিদের খুবই কাছে থাকলেও এবারই প্রথম তা পরিদর্শনে এসেছেন চার্ন নামের এক মার্কিন তরুণী। তিনি বলেন, ‘আমি মসজিদের ভেতরের দৃশ্য আমার খুবই পছন্দ হয়েছে। বিশেষত ইমামদের কথা বলার ধরন ছিল দুর্দান্ত। ’
 
জ্যাপ ক্যাপ্টেন নামের আরেক দর্শক বলেন, ‘মসজিদ পরিদর্শনের মাধ্যমে ইসলাম প্রচার ও ইসলামী শিল্পকলার প্রদর্শনের আয়োজন করা যায়। শিল্পচর্চা ডাচদের খুবই প্রভাবিত করে। তাদের কাছে ইসলামী শিল্পকলার গুরুত্ব অনেক বেশি। নেদারল্যান্ডসে ইসলামভীতি দূর করার এটি সর্বোত্তম পন্থা। ’
 
দ্য নাইট অব মিউজিয়াম বা জাদুঘরের দীর্ঘ রাত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। ২০০৫ সাল থেকে এটি ইউরোপের দেশগুলোতে অনুষ্ঠিত হয়। এই দিবসে জাদুঘর ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো আগ্রহী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। এমনকি জাদুঘর নিয়ে আগ্রহী দর্শনার্থীদের জাদুঘরের সব প্রদর্শনী ও এসব স্থানের গণপরিবহনে চলার অনুমোদন দেওয়া হয়।
 
১৯৯৭ সালে জার্মানির বার্লিনে লং নাইট অব মিউজিয়ামের প্রথম ইভেন্ট অনুষ্ঠিত হয়। এরপর ২০০৫ সালে কাউন্সিল অব ইউরোপ ইউনেসকো ও ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়াম সংস্কৃতি বিকাশের অংশ হিসেবে ইভেন্টটি প্রচার শুরু করে।
সূত্র : আনাদুলু এজেন্সি
 
 
captcha