IQNA

ইউক্রেনের ঘটনা পশ্চিমা শাসনের দ্বন্দ্বের একটি প্রদর্শনী

17:37 - March 04, 2022
সংবাদ: 3471510
তেহরান (ইকনা): তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন, ইউক্রেন সংকটে আমেরিকার দ্বিচারিতা আরও একবার বিশ্বের সামনে স্পষ্ট হয়েছে। ঐ সংকটের পেছনেও রয়েছে মার্কিন নীতি। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।
বিশ্বে যুদ্ধের পেছনে প্রতিবছর বিপুল অংকের অর্থ ব্যয় করা হচ্ছে উল্লেখ করে হাজ আলী আকবারি আরও বলেছেন, সবাই ভালোকরেই জানে পশ্চিম এশিয়ায় নানা যুদ্ধ-সংঘাতের মূল হোতা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে নিন্দিত এই দেশটিই ইউক্রেন সংকটের জন্যও দায়ী। পার্সটুডে
 
ইরানের প্রভাবশালী এই আলেম আরও বলেন, ইরান যুদ্ধের বিরোধী। অন্যান্য দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে ইরান সম্মান করে। এ কারণে ইউক্রেন সংকট সমাধানে মধ্যস্থতা করতে ইরান প্রস্তুতির কথা ঘোষণা করেছে।
 
আজকের জুমা নামাজের খতিব পবিত্র শাবান মাসের গুরুত্ব তুলে ধরে এ মাসে বেশি বেশি ইবাদ-বন্দেগি করার ওপর গুরুত্বারোপ করেন। iqna
captcha