IQNA

সিরিয়ার প্রেসিডেন্ট বক্তব্য

'আমেরিকা বিশ্বব্যাপী আরো যুদ্ধ করবে এবং পরাজয়ের রেকর্ড গড়বে'

0:03 - October 30, 2021
সংবাদ: 3470892
তেহরান (ইকনা): সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, রেকর্ডসংখ্যক পরাজয় ও ব্যর্থতা সত্ত্বেও বিশ্বব্যাপী আমেরিকা আরো যুদ্ধে জড়ানোর আশা করছে এবং তারা আরো পরাজয়ের মুখে পড়বে।
প্রেসিডেন্ট আসাদ বলেন, “বলা হয়ে থাকে ইরাক যুদ্ধে আমেরিকা এক ট্রিলিয়ন ডলার খরচ করেছে। আফগান আগ্রাসনে তার চেয়ে বেশি ডলার খরচ করেছে। আমেরিকাকে এইসব অর্থ কে দিয়েছে? তারা কী ইরাকের জনগণকে এই অর্থ দিয়েছে? তারা কী আফগান নাগরিকদের জন্য এই অর্থ খরচ করেছে? বরং আমেরিকা মার্কিন কোম্পানগিুলোকে এই অর্থ দিয়েছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করার জন্য।”
 
গতকাল (বুধবার) রাজধানী দামেস্কের উচ্চতর সামরিক একাডেমিতে বক্তৃতা দেয়ার সময় প্রেসিডেন্ট বাশার আসাদ এসব কথা বলেন। তিনি বলেন, আরো যুদ্ধ মার্কিন কোম্পানিগুলোতে বিপুল পরিমাণে অর্থের যোগান দেবে এবং তাদের স্বার্থ রক্ষা করবে। যদিও মার্কিন সামরিক বাহিনী আফগানিস্তান, ইরাক, সোমালিয়া ও ভিয়েতনামে পরাজিত হয়েছে তবে ওয়াশিংটন আরো যুদ্ধে জড়ানোর আশা করছে এবং তারা আরো পরাজয়ের মুখ দেখবে।  
 
সিরিয়ার চলমান সহিংসতার বিষয়ে সজাগ ও অবিচলিত থাকার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট বাশার আসাদ বলেন, সিরিয়ার সমস্ত জনগণকে দেশের সামরিক, অর্থনৈতিক, প্রশাসনিক ও সামাজিক লড়াইয়ে যুক্ত হতে হবে। পার্সটুডে
captcha