IQNA

আলজেরিয়ার স্বাধীনতার বার্ষিকীতে আফ্রিকার বৃহত্তম মসজিদ উদ্বোধন

0:04 - August 24, 2020
সংবাদ: 2611371
তেহরান (ইকনা): আলজেরিয়ার ৬৬তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে আফ্রিকার বৃহত্তম মসজিদ এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ নভেম্বরের প্রথম দিকে উদ্বোধন করা হবে।

আলজেরীয় কর্তৃপক্ষ আট বছর যাবত রসদ ও প্রযুক্তিগত সরঞ্জামের কাজ সমাপ্ত করার পরে মোহাম্মদিয়াহ মসজিদটি উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছে।

আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল মাজিদ এই মসজিদটি পরিদর্শনকালে বলেন: আলজেরিয়ার ৬৬তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে এদেশের বৃহত্তম মসজিদ পহেলা নভেম্বর উদ্বোধন করা হবে।

আলজেরিয়ার বৃহত্তম মসজিদ সেদেশের রাজধানীর পূর্বাঞ্চলীয় মোহাম্মদিয়াহ এলাকায় নির্মাণ করা হয়েছে। এই মসজিদটি আলজেরিয়া এবং আফ্রিকার বৃহত্তম মসজিদ এবং মসজিদুল হারাম ও মসজিদে নবীর পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ। এই মসজিদের মিনারটি বিশ্বের বৃহত্তম মিনার এবং এর উচ্চতা ২৬৭ মিটার।

আলজেরিয়ান ইসলামিক স্থাপত্য সমেত এই মসজিদটি ২৭ হেক্টর জমিতে নির্মিত হয়েছে এবং এর মুসাল্লা দুটি হেক্টর জমির উপর নির্মাণ করা হয়েছে। মোহাম্মদিয়াহ মসজিদে একসাথে ১ লাখ ২০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদে একটি দারুল কুরআন নির্মাণ করা হয়েছে। এই দারুল কুরআনে ৩০০টি আসন রয়েছে এবং একটি ইসলামিক সংস্কৃতি সেন্টার আছে।

এছাড়াও এই মসজিদে ২ হাজার আসন এবং দশ মিলিয়ন বই সম্বলিত 12 টি বিল্ডিং এবং গ্রন্থাগার, একটি বক্তৃতা হল, ইসলামী শিল্প ও ইতিহাসের যাদুঘর, দুটি বেসমেন্টে ৬০০০ গাড়ি ধারণক্ষমতা সম্পন্ন পার্কিং রয়েছে। iqna

captcha