IQNA

তুরস্কের সর্ববৃহৎ মসজিদ উদ্বোধন

23:04 - May 04, 2019
সংবাদ: 2608475
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুল শহরে সেদেশের সর্ববৃহৎ মসজিদ উদ্বোধন করা হয়েছে। চামালিচা নামক এই মসজিদটি সেদেশের প্রেসিডেন্ট উদ্বোধন করেছেন।

বার্তা সংস্থা ইকনা: ২০১৩ সালে মসজিদটি নির্মাণ কাজ শুর করা হয়। এই মসজিদে একসাথে ৬৩ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
এরপূর্বে তুরস্কের সর্ববৃহৎ মসজিদ আদানা প্রদেশের সাবানজি মসজিদ ছিল। এই মসজিদটি ১৯৯৮ সালে উদ্বোধন করা হয়েছে। মসজিদটিতে একসাথে ২৮৫০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পরবে।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান শুক্রবার (৩য় মে) চামালিচা মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন: যদি কেউ ধর্মের নামে মসজিদসমূহ ও ইবাদতের স্থানসমূহে হামলা চালায়, তাহলে সেটা হবে সন্ত্রাসী হামলা। জিহাদ বলে গণ্য করা হবে না। যারা মসজিদ এবং গির্জায় আক্রমণ করে, তারা অন্ধকার এবং বিভ্রান্তির মধ্যে রয়েছে। তারা সকলেই মানবতার শত্রু।
চামালিচা মসজিদে মোট ৬টি মিনার রয়েছে এবং তুরস্কের সালজুকি এবং অটোমানের আমলের স্থাপত্যের নিদর্শনে মসজিদটি নির্মাণ করা হয়েছে। নবনির্মিত এই মসজিদটি ইস্তাম্বুল শহরের এশিয়ার অংশ নির্মাণ করা হয়েছে। মসজিদের সাথে ইসলামী আর্ট যাদুঘর, গ্রন্থাগার, আর্ট গ্যালারি, কনফারেন্স হল এবং কর্মশালার জন্য কক্ষ নির্মাণ করা হয়েছে।
চামালিচা মসজিদটি ১৫ হাজার বর্গ মিটার এলাকা নির্মাণ করা হয়েছে। মসজিদটির চারটি মিনার ১০৭ মিটার উচ্চতা এবং অপর দুটি মিনার ৯০ মিটার উচ্চতায় তৈরি করা হয়েছে। এছাড়াও মসজিদটির প্রধান গম্বুজের উচ্চতা ৭২ মিটার এবং এর ব্যাস ৩৪ মিটার। iqna

 

captcha