IQNA

আফগানিস্তানের জালালাবাদে ফের বোমা বিস্ফোরণ

20:12 - April 08, 2019
সংবাদ: 2608294
আন্তর্জাতিক ডেস্ক: গত তিন দিনে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটেছে। সর্বশেষ বোমা বিস্ফোরণের ফলে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: আজ (৮ম এপ্রিল) জালালাবাদে বোমা বিস্ফোরণের ফলে এক ব্যক্তি নিহত হয়েছেন।

জালালাবাদ শহরের তৃতীয় অঞ্চলের একটি রাস্তায় পুতে রাখা বোমা বিস্ফোরণের ফলে এই দুর্ঘটনা ঘটে। এক পুলিশ মরটসাইকেলে করে যাওয়ার সময় মাইনটির বিস্ফোরণ ঘটে। মাইন বিস্ফোরণের ফলে অপর ৭ ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে ৬ জন বেসামরিক ব্যক্তি।

এই নিয়ে পরাপর তিনদিন জালালাবাদের বিভিন্ন অঞ্চলে মাইন বিস্ফোরণ ঘটেছে। বিগত দুই দিনের বিস্ফোরণের ফলে তিন জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নঙ্গরহার প্রদেশর কেন্দ্রীয় শহর জালালাবাদ। আফগানিস্তানের কাবুল ও পেশোয়ারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর এটি। এছাড়াও, জালালাবাদ সেদেশের দ্বিতীয় বৃহত্তম শহর। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে এই শহরকে বিবেচনা করা হয়।

জালালাবাদের ৯০ শতাংশ জনগণ পাশতুন (পাশতু ভাষী ইরানী জনগণ এবং এসকল ব্যক্তিরা পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চল এবং আফগানিস্তানের দক্ষিণে বসবাস করে। এসকল ব্যক্তিদের মধ্যে অধিকাংশ হানাফি মাযহাবের অনুসারী।  iqna

 

 

captcha