IQNA

ভারতে পবিত্র কুরআনের হস্তলিখিত পাণ্ডুলিপির মোড়ক উন্মোচন

12:35 - December 29, 2018
সংবাদ: 2607637
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের এক কুরআনিক কর্মী পবিত্র কুরআনের পাণ্ডুলিপি হাতে লিখেছেন।

বার্তা সংস্থা ইকনা: কুরআনিক কর্মী বেগম মুহাম্মাদ জাহান পবিত্র কুরআনের পাণ্ডুলিপি হাতে লিখেছেন। কলম দিয়ে লিখে তিনি এই পাণ্ডুলিপিটি শেষ করেছেন। বেগম মুহাম্মাদ জাহান ভারতের প্রথম মহিলা খোশনবিশ।
২৭শে ডিসেম্বরে নূরুল হাসান ফাউন্ডেশন এবং উর্দু বিশ্বের ইউনিয়নের পক্ষ থেকে নয়া দিল্লির সাংবিধানিক ক্লাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কুরআনের হস্তলিখিত পাণ্ডুলিপির মোড়ক উন্মোচন করা হয়েছে। উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নয়া দিল্লির রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বমণ্ডলী উপস্থিত ছিলেন।
উর্দু বিশ্বের ইউনিয়নের প্রধান অধ্যাপক খাজা মুহাম্মদ আকরাম উদ্দিন এবং নয়া দিল্লির সংসদ সদস্য সাইয়্যেদ নাসির হুসাইন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
iqna

 

captcha