IQNA

বাহরাইনের শিয়াদের আধ্যাত্মিক নেতার সাথে আয়াতুল্লাহ সিস্তানির সাক্ষাৎ

23:25 - December 28, 2018
সংবাদ: 2607635
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী সিস্তানি আজ সকালে ইরাকের পবিত্র নগরী নাজাফে বাহরাইনের শিয়াদের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেমের সাথে সাক্ষাৎ করেছেন।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের পবিত্র নগরী নাজাফে আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী সিস্তানি'র দপ্তরে আজ (২৮শে ডিসেম্বরে) সকালে তারা একে অপরের সাথে দেখা করেন।
বাহরাইনের আল-ওয়াফাক আন্দোলন এই সাক্ষাৎকারের ছবি প্রকাশ করে লিখেছে: "এই সাক্ষাৎকারে আয়াতুল্লাহ ঈসা কাসেমকে আয়াতুল্লাহ সিস্তানি স্বাগত জানিয়ে মহান আল্লাহর দরবারে সুস্থতা এবং রোগ নিরাময়ের জন্য দোয়া করেছেন।"
আল-ওয়াফাক আন্দোলনের প্রতিবেদন অনুযায়ী, আয়াতুল্লাহ সিস্তানী বাহরাইনের জনগণের নিরাপত্তা ও সেদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার বিয়য় তুলে ধরেন।
আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী সিস্তানির সাথে সাক্ষাৎকারের পূর্বে আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসেম নাজাফে ইমাম আলী (আ.)এর পবিত্র মাযার জিয়ারত করেন এবং সেদেশের বিশিষ্ট কিছু ব্যক্তির সাথে বিশেষ করে ইরাকি ন্যাশনাল হেকমাত আন্দোলনের প্রধান সাইয়্যেদ আম্মার আল-হাকিম এবং আসায়েবে আহলে হাক আন্দোলনের মহাসচিব কাইস আল-খায আলী'র সাথে দেখা করেন।
বাহরানের শিয়াদের আধ্যাত্মিক এই আলেম দুই বছরের অধিক সামরিক অবরোধে ছিলেন এবং ১৪ মাসের গৃহবন্দী থাকার পর তার শারীরিক অবস্থার অবনতি এবং অসুস্থ হওয়া ফলে বাহরাইনের বাদশাহের সম্মতিক্রমে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয়।
২০১৬ সালের জুন মাসে আয়াতুল্লাহ ঈসা কাসেমের নাগরিকত্ব বাতিল করার পর বাহরাইনের সরকার তার বাড়ি অবরোধ করে রেখেছে। গতবছর বাহরাইনের আদালত তাকে গৃহবন্দি করার নির্দেশ দেয়। তার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে স্থানান্তরিত করার পর অস্ত্রোপচার করা হয়।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০১৬ সালের জুন মাসে "বাহরাইনী সমাজের সাথে মতবিরোধ করা এবং তরুণদের সংবিধান লঙ্ঘন ও সাম্প্রদায়িকতা প্রচারের জন্য উৎসাহ করার প্রচেষ্টা"র জন্য সেদেশের শিয়াদের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেমের নাগরিকত্ব বাতিল করে। এই আলেমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার বিরুদ্ধে বাহরাইনসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদের ঝড় উঠে।
iqna

captcha