IQNA

আমেরিকার পতন ঘটছে: কাজেম সিদ্দিকী

19:14 - November 09, 2018
সংবাদ: 2607168
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী বলেছেন, আমেরিকার পতন ঘটছে এবং গোটা বিশ্বে আমেরিকার প্রতি ঘৃণা ক্রমেই বাড়ছে। আজ তেহরানে জুমার নামাজের প্রধান জামায়াতে তিনি এ কথা বলেন।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: কাজেম সিদ্দিকী আরও বলেছেন, ইরানের ইসলামি বিপ্লব প্রথমবারের মতো মার্কিন আধিপত্যকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে এবং পরাশক্তি হিসেবে তার অবস্থান নড়বড়ে করে দিয়েছে। 

তিনি বলেন, আমেরিকার অন্যায় নিষেধাজ্ঞার কারণে ইরানি জাতি অর্থনৈতিক, বৈজ্ঞানিক, সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে স্বাধীনতা ও স্বনির্ভরতা অর্জন করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে ইরানের আঞ্চলিক প্রভাব বেড়েছে। 

কাজেম সিদ্দিকী বলেন, ইসলামি বিপ্লবের পর গত ৪০ বছরে আমেরিকা সব সময় ইরানের কাছে পরাজিত হয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রচারণার এখন আর কোনো প্রভাব নেই বলে তিনি জানান। 

বাহরাইনের আল-ওয়েফাক দলের মহাসচিব শেইখ আলী সালমানের বিরুদ্ধে দেশটির রাজতান্ত্রিক আদালতের রায়ের নিন্দা জানিয়ে তিনি বলেন, আলে-খালিফা সরকারের জন্য এটি হচ্ছে ইতিহাসের একটি কৃষ্ণ অধ্যায়।

iqna

captcha