IQNA

ইমাম মাহদী(আ.) কতদিন হুকুমত করবেন

15:42 - November 04, 2018
সংবাদ: 2607109
ইমাম মাহদী (আ.) এর হুকুমতের ১৯ বছর পরে ইমাম হুসাইন (আ.) এর প্রত্যাবর্তনের মাধ্যমে অন্যান্য ইমামদের প্রত্যাবর্তন শুরু হবে।

বার্তা সংস্থা ইকনা: ইমাম মাহদী (আ.) এর ১৯ বছর হুকুমতের পরে ইমাম হুসাইন (আ.) প্রত্যাবর্তন করবেন এবং তিনি তার নিজের, সাহাবী এবং সন্তান সন্তানাদির রক্তের বদলা নিবেন এবং তার শত্রুদের হত্যা করবেন অথবা বন্দি করবেন তারপর হজরত আলী (আ.) প্রত্যাবর্তন করবেন। (বিহারুল আনওয়ার, খণ্ড ৩, পৃষ্ঠা ১০৩-১০৪)

ইমাম মোহাম্মাদ বাকের (আ.) থেকে বর্ণিত: ইমাম মাহদী (আ.) এর ১৯ বছর হুকুমতের পরে ইমাম হুসাইন (আ.) প্রত্যাবর্তন করবেন এবং তিনি তার নিজের, সাহাবী এবং সন্তান সন্তানাদির রক্তের বদলা নিবেন এবং তার শত্রুদের হত্যা করবেন অথবা বন্দি করবেন তারপর হজরত আলী (আ.) প্রত্যাবর্তন করবেন। (বিহারুল আনওয়ার, খণ্ড ৩, পৃষ্ঠা ১০৩-১০৪)

মোফাযযাল এর প্রসিদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে যে, যখন ইমাম মাহদী (আ.) তার হুকুমতকে কায়েম করবেন তখন ইমাম হুসাইন (আ.) ১২ হাজার সঙ্গী সাথী নিয়ে প্রত্যাবর্তন করবেন। তারপরে সিদ্দীকে আকবর প্রত্যাবর্তন করবেন এবং সাইয়েদে আকবর রাসুল (সা.) আনসার ও মুহাজির এবং যারা বিভিন্ন যুদ্ধে শহীদ হয়েছিল তারাও তাঁর সাথে প্রত্যাবর্তন করবেন।(হাককুল ইয়াক্বীন, পৃষ্ঠা ৬৬৮)

বিভিন্ন হাদিসে ইমাম মাহদীর হুকুমতকালকে বিভিন্ন রকম উল্লেখ করা হয়েছে: কোন হাদিসে ৪০দিন, কোন হাদিসে ৭ বছর, কোন হাদিসে ৭,৮ এবং ৯ বছর, কোন হাদিসে ১০, বছর, কোন হাদিসে ১৯ বছর, কোন হাদিসে ২০ বছর, আবার কোন হাদিসে ৩০৯ বছর উল্লেখ করা হয়েছে।

ইমাম সাদিক(আ.) বলেছেন: یملک القائم سبع سنین، تکون سبعین سنة من سنیکم هذه؛ ইমাম মাহদী(আ.) ৭ বছর হুকুমত করবেন যা তোমাদের সাধারণ বছরের সাথে তুলনা করলে ৭০ বছরের সমান হবে।

captcha