IQNA

সালাফীবাদের নেতিবাচক প্রভাবের সমালোচনা করলেন ভারতের সুন্নি আলেম

6:20 - May 07, 2018
সংবাদ: 2605699
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিশিষ্ট সুন্নি নেতা এবং ক্যান্টেপরামের ইসলামিক কেন্দ্রের প্রধান "আবু বকর মুসলেয়ার" ধর্মীয় পণ্ডিতদের একটি সম্মেলনে বলেছেন, অজ্ঞ সালাফিরা যে সংস্কার শুরু করেছে, সেগুলো সামাজিক ও ধর্মীয় উভয় ক্ষেত্রে, মুসলমানদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে।


বার্তা সংস্থা ইকনা: ক্যান্টেপরামের ইসলামিক কেন্দ্রের প্রধান আবু বকর মুসলেয়ার কেরালায় অনুষ্ঠিত ধর্মীয় পণ্ডিতদের সম্মেলনে বলেন: মূর্খতা এবং অজ্ঞতার উপর ভিত্তি করে সালাফিদের মতাদর্শ সৃষ্টি হয়েছে। আর এই মতাদর্শ সামাজিক ও ধর্মীয় উভয় ক্ষেত্রে, মুসলমানদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে।
তিনি বলেন: 'মুজাহিদ' ও 'জামায়াত-এ-ইসলামি' সহ এধরণের অন্যান্য গ্রুপগুলো কেরালায় বিংশ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছে। সালাফিদের চিন্তা ধারায় এই দলগুলো প্রভাবিত হয়েছে।
সালাফিবাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পূর্বদের অনুকরণ করা এবং এই শব্দের পরিভাষায় হচ্ছে, ঐ সম্প্রদায় যারা নিজেদেরকে "সালাফুস সালেহদের" অনুসারী মনে করে। তারা এটা বিশ্বাস করে যে, তারা স্বয়ং হযরত মুহাম্মাদ (সা.), সাহাবীগণ এবং তাবেয়িনদের অনুসরণ করে। সৌদি আরবের ওয়াহাবি পণ্ডিতদের দ্বারা উত্সাহিত সালাফি মতাদর্শের ফলে আল-কায়েদা ও দায়েশ তথা আইএস-এর মতো অনেক সন্ত্রাসী গোষ্ঠীর উৎপত্তি হয়েছে।
iqna

 

captcha