IQNA

আমেরিকার দোকানে প্রথম মুসলিম পুতুল

20:22 - July 23, 2017
সংবাদ: 2603484
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকায় মুসলিম শিশুদের চাহিদা মেটানোর জন্য সেদেশের দোকানগুলোর তাকে নতুন মুসলিম পুতুল স্থান পেয়েছে, যাতে করে তার তাদের ধর্মের সাথে অধিক পরিচিত হতে পারে।
আমেরিকার দোকানে প্রথম মুসলিম পুতুল
বার্তা সংস্থা ইকনা: পুতুলের নির্মাতা ড্যানি শ্যাকুজ বলেন: এর পূর্বে আমেরিকার বাজারে এধরণের পুতুল ছিলো না।
তিনি বলেন: যখন আমি সহজ পন্থায় শিশুদের ইসলামী প্রশিক্ষণের বিষয়টি চিন্তা করছিলাম, তখন এই আইডিয়ায় পৌঁছেছি।
শ্যাকুজ মুসলিম কার্কাসিয়ান গোত্রের। তিনি দক্ষিণ রাশিয়া থেকে আমেরিকায় হিজরত করেছেন। হিজরতের পর তিনি আমেরিকার নিউ জার্সিতে জীবন যাপন করেছেন।
তিনি তার শৈশবের কথা স্মরণ করে বলেন: আমি যখন ছোট ছিলাম তখন সাংস্কৃতিক খেলনা অথবা অভিজ্ঞতা প্রতিফলনের জন্য তেমন কোন খেলনা ছিলো না।
তিনি বলেন: আমরা ঈদুল ফিতর ও কুরবানি ঈদে আনন্দ করতাম, রমজান মাসে রোজা থাকতাম। কিন্তু এমন কোন স্থান ছিল না যে, যেখানে ইসলাম ধর্মের ব্যাপারে আলোচনা করব।
এ জন্য "অ্যাডভেঞ্চার অফ ইমাম আদম"  নামের একটি সচিত্র বই প্রকাশ করি। এই বইটি ৩ বছরের ঊর্ধ্বে শিশুদের জন্য। এই বইয়ে এক ব্যক্তির হজ সফরের ঘটনা বিষয় তুলে ধরা হয়েছে।
এই বইয়ের সাথে একটি পুতুলও রয়েছে। পুতুলটির গয়ে ইসলামী ঐতিহ্যগত পোশাক পড়া রয়েছে এবং ঐ ব্যক্তির হাতে একটি সবুজ রঙ্গের ব্যাগ রয়েছে। ব্যাগে সবুজ রঙ্গের একটি জায়নামাজও রয়েছে।
ড্যানি শ্যাকুজ আশাবাদী হয়ে বলেছেন, আশা করছি এই পুতুলের প্রতি অন্যান্য ধর্মের অনুসারীরা আকৃষ্ট হবে।
iqna



captcha