IQNA

তেহরানের জুমার নামাযের অস্থায়ী খতিব

আমেরিকা নিষেধাজ্ঞা নবায়নের মাধ্যমে পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে

21:35 - November 25, 2016
সংবাদ: 2602027
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের জুমার নামাযের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকী বলেছেন যে, আমেরিকা ইরানের উপর নিষেধাজ্ঞা নবায়নের মাধ্যমে পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে।

বার্তা সংস্থা ইকনা: ইরানের রাজধানী তেহরানের জুমার নামাযের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকী আজ শুক্রবার ২৫শে নভেম্বর জুমার নামাযের খুতবাতে ইমাম হুসাইনের (আ.) চেহলুমের শোকানুষ্ঠানে ইরাকের কারবালা শহরে আড়াই কোটি ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতির কথা উল্লেখ করে বলেন: ইমাম হুসাইনের (আ.) শাহাদতের স্মরণে শোকানুষ্ঠান ইসলামকে মানুষের অন্তরে জাগ্রত রেখেছে। প্রতি বছর ইমাম হুসাইনের (আ.) চেহলুমের শোকানুষ্ঠানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কয়েক কোটি আহলে বাইতের (আ.) ভক্তবৃন্দের কারবালায় উপস্থিতি প্রমাণ করে ইমাম হুসাইনের (আ.) প্রতি ভক্তি ও ভালবাসা মানুষের অন্তরের সাথে মিশে আছে। এ ভক্তি ও ভালবাসার টানে মানুষ শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে ইমাম হুসাইনের মাজার জিয়ারাতে কারবালা শহরে উপস্থিত হয়ে থাকে।

তিনি ইমাম হুসাইনের (আ.) চেহলুমে আড়াই কোটি মানুষের কারবালায় উপস্থিতির কথা উল্লেখ করে আরও বলেন: এত অধিক সংখ্যক লোক কারবালার মত একটি ছোট শহরে উপস্থিত হলেও কোন দুর্ঘটনা ও বিশৃঙ্খলা চোখে পড়ে না; কিন্তু মক্কাতে মাত্রা কয়েক লাখ হাজিদের ব্যবস্থাপনায় সৌদি সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।

তিনি বলেন: হাদীসের বর্ণনা অনুযায়ী ইমাম হুসাইন (আ.) হলেন হেদায়েতের আলোকবর্তিকা এবং দিকনির্দেশনার প্রদীপ। আমরা যদি প্রতি বছর মুহররমের শোকানুষ্ঠানের প্রতি দৃষ্টিপাত করি, তাহলে এ হাদীসের বাস্তবতার বিষয়টি ভালভাবে উপলব্ধি করতে পারব।

আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকী ইরানের উপর আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞা নতুন করে নবায়নের ঘটনাকে ছয় জাতিগোষ্ঠীর সাথে পরমাণু সমঝোতার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেন।

iqna

captcha