IQNA

জেনে নিন আইএসআইএলের সাথে যুদ্ধে ইরাকি যোদ্ধাদের জয়ের গোপন রহস্য

15:43 - August 19, 2016
সংবাদ: 2601414
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের স্বেচ্ছাসেবী 'আল-হাশদুশ শায়বি' দল গুরুত্বারোপ করে বলেছে: পবিত্র কুরআনকে অনুসরণ করার মাধ্যমে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলকে পরাজিত করা হয়েছে। আর এটাই এই যুদ্ধে বিজয়ের গোপন রহস্য।

বার্তা সংস্থা ইকনা: ইরাকে স্বেচ্ছাসেবী দলের এক যোদ্ধা 'আব্দুল্লাহ আল-গুরাবী' বলেন: যোদ্ধাদের জন্য কুরআন মাহফিলে ব্যবস্থা করার জন্য ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের অন্তর্গত দারুল কুরআনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। দারুল কুরআনের পক্ষ থেকে অনুষ্ঠিত কুরআন মাহফিলের জন্য সৈন্যদের মনোবল বৃদ্ধি পেয়েছে এবং এরফলে একনিষ্ঠ ভাবে যুদ্ধ করে শত্রুদের পরাজিত করতে সক্ষম হয়েছে যোদ্ধারা।
ইরাকি সাহসী যোদ্ধাগণ শত্রুদের সাথে যুদ্ধ করার পাশাপাশি কুরআন তেলাওয়াত করে প্রমাণ করলেন, আমাদের যুক্তি, পদ্ধতি এবং যা অনুসরণ করছি, সেটাই প্রকৃত ইসলাম। আর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ যা করছে, সেটা ইসলাম ধর্মকে কুশলিত করার জন্য করছে।
ইরাকের নাজাফ শহরের মারজা তাকলীদগণের পরিমার্জিত চুক্তির ফলে যোদ্ধাদের জিহাদ শক্তি এবং ধারাবাহিকতার প্রশংসা করে যোদ্ধারা বলেন: আমরা যতক্ষণ জীবিত থাকব ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাব এবং কখনোই পশ্চাদপসরণ করব না। যতক্ষণ পর্যন্ত গ্র্যান্ড আয়াতুল্লাহ হযরত আলী আল-সিস্তানির দেওয়া প্রতিশ্রুতি –ইনশাআল্লাহ, বিজয় তোমাদের জন্য- বাস্তবায়ন না করছি, ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব এবং আমাদের মধ্যে কোন সন্দেহ বিরাজ করবে না।
iqna



captcha