IQNA

দরিদ্র শিক্ষার্থীদের সাহায্য প্রদান করছে মালয়েশিয়ার ইসলামি সংগঠন

19:03 - June 23, 2016
সংবাদ: 2601047
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মালয়েশিয়ার ইসলামিক ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ১৩ হাজার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ২০২ মিলিয়ন রিঙ্গিত (মালয়েশিয়ার মুদ্রা)প্রদান করবে।

বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উপদেষ্টা 'আশরাফ ওজদী দুসুকী বলেন: পবিত্র রমজান এবং ঈদুল ফিতরের প্রয়োজনীয় কেনাকাটার জন্য মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশের সহস্রাধিক দরিদ্র শিক্ষার্থীকে নির্বাচন করা হয়েছে।
তিনি বলেন: এই প্রকল্প গতকাল (২২শে জুন) থেকে বাস্তবায়ন করা হচ্ছে। পবিত্র রমজান এবং ঈদুল ফিতরের প্রয়োজনীয় কেনাকাটার জন্য দরিদ্র শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করা হচ্ছে।
মালয়েশিয়ায় ঈদুল ফিতর শুধুমাত্র ধর্মীয় ও সম্প্রদায়ীকতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এই ঈদ সেদেশের জাতীয় উৎসব হিসেবে পালিত হয়েছে। এই দিনে সেদেশের বসবাসকৃত চিন ও ভারত সহ অন্যান্য দেশের অধিবাসীরা এবং সেদেশের অন্যান্য ধর্মের অনুসারীরা উৎসব পালন করে থাকে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মালয়েশিয়ায় বেশ কয়েক দিন সরকারী ছুটি থাকে। বিভিন্ন উৎসব অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে এবং এসকল অনুষ্ঠান এক মাস ব্যাপী অব্যাহত থাকে।
মালয়েশিয়ার মুসলমানেরা ঈদের দিনে তাদের স্থানীয় নতুন পোশাক পরিধান করে এবং একে অপরের বাড়ী যাওয়া আসা করে।
Iqna


ট্যাগ্সসমূহ: মালয়েশিয়ার ، ইসলামি ، ঈদের ، ফিতর
captcha