IQNA

তিন মাসে হাফেজ হলো শিশু জাকারিয়া

18:46 - February 16, 2022
সংবাদ: 3471440
তেহরান (ইকনা): মাত্র ৯৪ দিনে বা তিন মাসে কোরআন হিফজ করে বিস্ময় সৃষ্টি করেছে শিশু মুহাম্মদ জাকারিয়া বাবু। সে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে অবস্থিত ‘কাজিপুর আল জামিয়াতুল মাদানিয়া মাদরাসার শিক্ষার্থী।
গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) সে আনুষ্ঠানিকভাবে শেষ সবক (পাঠ) প্রদানের মাধ্যমে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে। হাফেজ জাকারিয়ার বয়স ১১ বছর এবং সে ধুনট উপজেলার গোপালনগর গ্রামের মুহাব্বত আলীর ছেলে।
 
তার বাবা পেশায় কৃষক। মাদরাসার পরিচালক মুফতি আবু নাঈম ফয়জুল্লাহ কালের কণ্ঠকে জানান, হাফেজ জাকারিয়া ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের মাদরাসায় ভর্তি হয়। কিন্তু করোনাকালীন বন্ধের কারণে প্রায় অর্ধেক সময় মাদরাসার পাঠদান বন্ধ থাকে। অবশেষে ৪ সেপ্টেম্বর ২০২১ সে হিফজ শুরু করে এবং সব ধরনের ছুটি বাদে মাত্র ৯৪ দিনে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করে। 
 
তিনি আরো জানান, জাকারিয়া হিফজ বিভাগে ভর্তি হওয়ার পর প্রথম থেকেই প্রতিদিন তিন পৃষ্ঠা করে, মধ্যভাগে এসে আট থেকে ১০ পৃষ্ঠা এবং শেষের দিকে দৈনিক এক পারা (২০ পৃষ্ঠা) করে মুখস্থ শোনাত।
 
হাফেজ জাকারিয়ার ইচ্ছা বড় হয়ে সে একজন আন্তর্জাতিক মানের হাফেজ ও বড় আলেম হবে। বিশেষত সে একজন হাফেজে হাদিস হতে চায়।
 
মুফতি আবু নাঈম ফয়জুল্লাহ মনে করেন, বিশেষ যত্ন নিলে হাফেজ জাকারিয়া একদিন দেশের সম্পদে পরিণত হবে। তবে জাকারিয়ার প্রতি তাঁর পরামর্শ হলো সে যেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে এবং অর্থ ও খ্যাতির মোহে না পড়ে।
captcha