IQNA

সৌদি আরবে বৃষ্টির জন্য নামাজ পড়ার আহবান

21:44 - November 02, 2021
সংবাদ: 3470911
তেহরান (ইকনা): সৌদি আরবের বাদশাহ বৃহস্পতিবার সারা সেদেশের জনগণকে বৃষ্টির নামাজ পড়ার আমন্ত্রণ জানিয়েছে।

রাশিয়া টুডের উদ্ধৃত করে আইকিউএনএ জানিয়েছে, সৌদি আরবের বাদশাহ বৃহস্পতিবার সারা দেশে  বৃষ্টির প্রার্থনা করে "সালাতুল ইসতিসকা" আদায়ের আহ্বান জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন।
 
সৌদি আরবের কিংডম অফিস এক বিবৃতিতে বলেছে: "রাসুল (সা.) বৃষ্টির নামাজ পড়ার রীতি অনুসরণ করে, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ  ৪র্থ নভেম্বর বৃহস্পতিবার সারা সৌদিতে "সালাতুল ইসতিসকা"  আদায়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। 
 
বিবৃতিতে বলা হয়েছে: সকলের তওবা এবং ক্ষমা চাওয়া উচিত। সকলকেই সর্বশক্তিমান আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহর বান্দাদের সাথে সদ্ব্যবহার করা, যাকাত, নামায ও যিকর সহ অন্যান্য নফল আমল আঞ্জাম দেওয়া। আল্লাহর বান্দাদের জন্য কাজ সহজ করা এবং তাদের দুঃখ দূর করা। হয়তো এর মাধ্যমে আল্লাহ আমাদের রক্ষা করবেন এবং আমরা যা চাই তা আমাদের দেবেন।
 
এই বিবৃতির শেষে বলা হয়েছে: মহানবী (সা.)-এর সুন্নত পালনের জন্য এবং মহান আল্লাহর কাছে প্রয়োজন প্রকাশ করার জন্য এবং তাগিদ দেওয়ার জন্য সমর্থবান ব্যক্তিরা এই সালাত আদায় করবেন।
 
সৌদি আরবে একযোগে বৃষ্টির নামাজ অনুষ্ঠিত হবে কিনা তা বিবৃতিতে বলা হয়নি। iqna
 

 

captcha