IQNA

কানাডার খতিব:

“নিঃশ্বাস নিতে পারছি না” এ কথাটি ইসলামের সূচনা লগ্নে হযরত বিলাল বলেছিলেন

20:33 - June 09, 2020
সংবাদ: 2610932
তেহরান (ইকনা): মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবাদের নিন্দা জানিয়ে কানাডার এক খতিব বলেছেন, "আমি নিঃশ্বাস নিতে পারছি না" এই কথাটি মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের জনগণকে কাঁপিয়ে তুলেছে। এই কথাটি ইসলামের সূচনা লগ্নে সত্যের পথ গ্রহণ করার জন্য বলেছিলেন হযরত বিলাল হাবাশী।

কানাডার একটি মসজিদের ইমামের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। বর্ণবাদী ও কৃষ্ণাঙ্গদের উপর নিপীড়নের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জনগণের বিক্ষোভের কথা উল্লেখ করে তিনি বলেন: হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুয়াজ্জিন বিলাল হাবশী মুশরিকদের অত্যাচারের মুখে এবং ইসলাম ধর্মকে রক্ষা করার জন্য "আমি নিঃশ্বাস নিতে পারছি না" (আই ক্যান্ট ব্রেথ) এই উক্তিটি উচ্চারণকারী প্রথম ব্যক্তি।

তিনি বলেন: এই অতিমূল্যবান সাহাবী ছিলেন একজন কৃষ্ণাঙ্গ মুসলমান, যিনি সত্যের পক্ষে লড়াই করেছিলেন। চামড়ার বর্ণ (কৃষ্ণাঙ্গ) এবং ইসলাম ধর্ম গ্রহণের কারণে সমস্ত ধরণের নির্যাতন ও অত্যাচারের শিকার হন তিনি।

পেশ ইমাম বলেন: সকল প্রকার অত্যাচারের নিন্দা জানায়। তিনি হযরত মুহাম্মাদ (সা.)এর হাদিস বর্ণনা করে বলেন: হযরত মুহাম্মাদ (সা.) গুরুত্বারোপ করে বলেছেন: তোমাদের পালনকর্তা এক এবং অদ্বিতীয়। শুধুমাত্র তাকওয়া ব্যতীত আরবদের চেয়ে অনারব ও অনারবদের চেয়ে আরব, কৃষ্ণাঙ্গদের চেয়ে লাল ত্বকের লোক এবং লাল ত্বকের লোকদের চেয়ে কৃষ্ণাঙ্গরা শ্রেয় নিয়।

“নিঃশ্বাস নিতে পারছি না” এ কথাটি ইসলামের সূচনা লগ্নে হযরত বিলাল বলেছিলেন

২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপলিসে পুলিশি হেফাজতে হত্যার শিকার হন জর্জ ফ্লয়েড। একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১০ মিনিটের ভিডিওতে দেখা গেছে, হাঁটু দিয়ে নিরস্ত্র ফ্লয়েডের গলা চেপে ধরে তাকে শ্বাসরোধে হত্যা করে ডেরেক চাওভিন নামের এক শ্বেতাঙ্গ পুলিশ সদস্য। এই হত্যার প্রতিবাদে টানা কয়েকদিন ধরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশ।

জর্জ ফ্লয়েডকে হত্যা করার পরে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে কয়েক হাজার মানুষ বর্ণবাদের বিরুদ্ধে গণ-বিক্ষোভ সমাবেশ করে। iqna

 

captcha