IQNA

খাসোগি হত্যার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত অবশ্যই প্রয়োজন : ক্যালামার্ড

12:48 - October 28, 2019
সংবাদ: 2609519
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত ‘অবশ্যই প্রয়োজন’ বলে জোর দিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা। গতকাল রোববার তিনি হতাশা ব্যক্ত করে বলেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই অপরাধের তদন্ত দাবি করেননি, এ বিষয়ে তিনি সাহসী ভূমিকা রাখেননি।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: বিচারবহির্ভূত হত্যার বিচারের জন্য জাতিসংঘের বিশেষ দূত আগ্নেস ক্যালামার্ড জাতিসংঘ সদর দপ্তরে আনাদোলু এজেন্সিকে বলেন, ‘আমি হতাশ হয়েছি। জবাবদিহির পথে আরও কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার যে সুযোগ আমি তাঁকে (আন্তোনিও গুতেরেস) দিয়েছি, তা তিনি গ্রহণ করেননি।’

আগ্নেস ক্যালামার্ড বলেন, মহাসচিব খুব একটা সাহস দেখাননি, তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের বাকিরাও এই ইস্যুতে তেমন একটা এগিয়ে আসেনি। কিছু না করতে ইচ্ছুকদের একটা জোট তৈরি হয়েছে। এই মামলায় তুরস্ক গুতেরেসের কাছে আনুষ্ঠানিক অনুরোধ নিয়ে এগিয়ে আসতে পারত উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, এটি একটি আন্তর্জাতিক সমস্যা, এটি কেবল তুরস্কের মাথাব্যথা নয়।

উল্লেখ্য, ওয়াশিংটন পোস্টের সাংবাদিক এবং সৌদি সরকারের কঠোর সমালোচক জামাল খাসোগি গত বছরের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নিহত হন। সাবেক স্ত্রী আলা নাসিফের সঙ্গে বিবাহবিচ্ছেদের সত্যতা প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতে সেখানে গিয়েছিলেন তিনি। তুর্কি বাগ্‌দত্তা হেতিস চেঙ্গিসকে বিয়ে করার কথা ছিল তাঁর।

captcha