IQNA

‘জিহাদ’ শব্দটির অপব্যাখ্যা এবং একজন খ্রিস্টান ধর্মাবলম্বীর ইসলাম গ্রহণ

21:16 - April 26, 2019
সংবাদ: 2608422
আন্তর্জাতিক ডেস্ক: আমার যত দূর মনে পড়ে আমি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের একনিষ্ঠ ভক্ত ছিলাম। ১৯৮৮ সালের দিকে আমি নিজেকে ‘বুশের অনুগত’ ভাবতাম। সে সময় আমার বয়স সবে মাত্র ৩ বছর হয়েছিল।

বার্তা সংস্থা ইকনা: সে বছর আমার জন্মদিনে আমার পিতামাতা আমাকে একটি খরগোশ উপহার দিয়েছিল আমি যার নাম দিয়েছিলাম জর্জ বুশ।

আমার বয়স যখন ৪ বছর হয় তখন আমার পিতামাতা আমাকে আরেকটি খরগোশ উপহার দিয়েছিল এবং আমি তার নাম রেখেছিলাম ‘বার্বারা বুশ।’

আমি গত আট বছর যাবত ইসলাম ধর্ম চর্চা করে আসছি। একজন রিপাবলিকান সমর্থক হয়ে মুসলিম হওয়াটা অনেকের নিকট একটি ধাঁধার বিষয় কিন্তু এটিই আমার পরিচয়।

কিছুদিন পূর্বে ভার্জিনিয়া রাজ্যের ক্রিস গাউবাটজ নামের একজন ইসলাম বিরোধী লেখক ইসলাম ধর্মের জিহাদ শব্দটির ব্যাপক সমালোচনা করে ওয়েনেসভিলে কাউন্টি তে একটি বক্তব্য দেন।

আমি মনে মনে চিন্তা করতে থাকি যে, কে এই লোক যে কিনা আমার প্রতিবেশীদের কে আমার ধর্মের শিক্ষা সম্পর্কে জানাতে ইচ্ছুক হয়েছে, তার বিশ্বাসই বা কি? কেনই বা হেইউড কাউন্টির রিপাবলিকানরা তাকে অর্থ সহায়তা দিচ্ছে?

আমি তিন বছর পূর্বে আমার স্ত্রী সহ ওয়েনেসভিলে তে চলে আসি। আমার স্ত্রী বর্তমানে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়েছে। ওয়েনেসভিলে তে অনেক খোঁজা খুঁজির পর এমনকি ‘the Islamic Center of Asheville’ তে যোগাযোগ করার পরেও এখানে আমরা আরেকটি মুসলিম পরিবারের সন্ধান পাই নি।

সুতরাং ওয়েনেসভিলের মত একটি স্থানে ইসলাম বিরোধী বক্তব্য দেয়াটা অনেক সহজ এবং একটি সাথে সতর্কতা মূলক।

জিহাদের অর্থ
আমার নিকট ‘জিহাদ’ শব্দটির যে অর্থ অনুভব হয় চূড়ান্ত ভাবে তার মাধ্যমেই আমি মুসলিম হয়েছি। মূলত ‘জিহাদ’ শব্দটির অর্থ কোনো পবিত্র যুদ্ধ নয় অথবা সংঘর্ষ নয়।

‘জিহাদ’ নামের আরবি শব্দটির অর্থ হচ্ছে ‘আল্লাহর প্রদর্শিত পথে চলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো’ কিন্তু ‘জিহাদ’ শব্দটির এরকম অনুবাদ প্রায়শ হয় না বললেই চলে।

লোকজন যখন আপনার সাথে খারাপ আচরণ করে তখন তাদের সাথে ভালো আচরণ করার নামই হচ্ছে জিহাদ। যখন আপনার দুঃসময় চলে তখন অন্যদের প্রতি হাসি মুখে কথা বলতে পারার নাম জিহাদ।

মাদক, অন্যের গিবত করা, খারাপ অভ্যাস সমূহ পরিত্যাগ করার নামই হচ্ছে জিহাদ। আপনার সন্তানদের সাথে খারপ আচরণ করা অথবা অন্যের সাথে মারামারিতে লিপ্ত হওয়ার নাম জিহাদ নয়।

প্রতিকূলতার মধ্যে সত্য বলার চেষ্টা এবং মহান আল্লাহর দেখানো পথ অনুসরণ করার প্রচেষ্টা চালানোর নাম জিহাদ।

আর ওয়েনেসভিলে তে জিহাদ সম্পর্কে যে আলোচনা হয়েছিল তার উত্তর দেয়ার জন্য আমি হেইউড কাউন্টি রিপাবলিকান সদর দপ্তরে যাওয়ার জন্য মনস্থির করেছি এবং আল্লাহ চাইলে আমাকে এর প্রতিউত্তর দেয়ার সুযোগ দেয়া হবে।

আমার নিকট মনে হচ্ছে হেইউড কাউন্টি অতি শীঘ্রই ‘ইসলাম এবং গণতন্ত্র: সামঞ্জস্যপূর্ণ না অ-সামঞ্জস্যপূর্ণ’ শিরোনামে একটি আলোচনার আয়োজন করবে।

যদিও ক্রিস গাউবাটজ সতর্ক ভাবে জর্জ বুশের মত সকল মুসলিমদের দায়ী করেন নি কিন্তু তার উপস্থাপনের মাধ্যমে বিশ্বের মুসলিম সম্প্রদায় কে দায়ী করেছেন। যদিও সকল মুসলিম তাদের রাজনৈতিক চিন্তা ধারায় একে অন্যের সাথে একমত নন কিন্তু তারা তাদের ধর্মীয় তত্ত্ব সম্পর্কে সকলেই একমত পোষণ করেন।

সকল মুসলিম ‘শরিয়া আইনে’ বিশ্বাস করে এবং সকল মুসলিম জিহাদে বিশ্বাস করে।

সকল মুসলিম পবিত্র কুরআন সম্পর্কে বিশ্বাস করে যে, এটি সৃষ্টিকর্তার বানী, সুতরাং কেন সকল মুসলিম পবিত্র কুরআনে কি বলা হয়েছে তা অধ্যয়ন না কররে ভিন্ন ধর্মের ইসলাম বিদ্বেষী কোনো লেখক কি বলছে তা বিশ্বাস করে?

ধর্মীয় স্বাধীনতা
আমেরিকা সবসময় মহান থাকবে! যে গুণটি যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে উত্তম দেশে রূপান্তরিত করেছে তা হচ্ছে দেশটির ধর্মীয় স্বাধীনতা। সুতরাং কেউ একজন এসে আপনাকে বললো তারা নবী ইব্রাহীমের সৃষ্টিকর্তা কে ভিন্ন ভাবে আরাধনা করে আর এটা শুনে আপনি যাতে তাদের প্রতি তেড়ে না যান।

আমরা যদি আমাদের প্রতিবেশীদের ধর্ম সহ্য করতে না পরি তবে আমরা এমন আমেরিকায় বসবাস করবো যা ইসলাম বিরোধী ক্রিস গাউবাটজের মত হবে এবং তার ব্যাখ্যা মত জিহাদ শব্দটি পরিপূর্ণতা পাবে।

ক্রিস গাউবাটজ মুসলিমদের সম্পর্কে যা বলেছেন তার প্রতিক্রিয়া আমার আরো অনেক কিছু বলার রয়েছে বিশেষত ‘মুসলিমরা অমুসলিমদের বিরুদ্ধে একটি যুদ্ধ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে’ শুধুমাত্র দৈহিক ভাবে নয় বরং আধ্যাত্মিক ভাবে এমন মন্তব্যের বিরুদ্ধে অনেক বিষয় আলোচনার প্রয়োজন।

আশাকরি তার মন্তব্যের প্রতিউত্তর দেয়ার জন্য আমি একটি ফ্লাট-ফর্ম পাবো এবং দর্শকদের সামনে ব্যাখ্যা উপস্থাপন করতে পারবো।

মহান আল্লাহ যেন সত্যের সাথে থাকার জন্য আমাদের দিক নির্দেশনা প্রদান করেন।

সূত্র: এবাউটইসলাম ডট নেটে প্রকাশিত নও মুসলিম এন্ড্রুর কলাম থেকে। এন্ড্রু যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তিনি ৮ বছর পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার স্ত্রী ও একজন মুসলিম। তিনি তার ৩ সন্তান এবং স্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় বসবাস করেন।

captcha