IQNA

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ১০২

23:11 - March 27, 2019
সংবাদ: 2608214
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় গত সপ্তাহে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের হামলায় অন্তত ১০২ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম গত সপ্তাহে নাইজেরিয়ার খ্রিষ্টান অধ্যুষিত মিশিকা গ্রামে হামলা চালিয়েছে গ্রামের ঘর বাড়িতে আগুন লাগিয়ে ধ্বংস করে দিয়েছে।

কদুনা প্রদেশে সন্ত্রাসীরা তাদের হামলা অব্যাহত রেখে কমপক্ষে ৫০ জনকে হত্যা করেছে এবং ১৪০টিরও অধিক বাড়ি ধ্বংস করেছে।

এছাড়াও মৌরু এলাকার দুই দিক থেকে হামলা চালিয়ে এই এলাকার ৫২ জন অধিবাসীকে হত্যা করেছে। মৌরু এলাকায় নিহত অধিকাংশ নারী ও শিশু।

২০১৮ সালে বোকো হারামের সশস্ত্র হামলার ফলে ৫০০ জনের অধিক ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশ খ্রিষ্টান।

উল্লেখ্য, সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম ২০০৩ সালে তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। এই সন্ত্রাসী গোষ্ঠী ২০০৪ সালে তাদের সর্বপ্রথম সন্ত্রাসী হামলা চালায়। নাইজেরিয়ার উত্তর-পূর্বে ময়দুগুরি শহরে এই দলের মূল কেন্দ্র। নাইজেরিয়ায় ৫০ শতাংশ জনগণ মুসলমান এবং ৪০ শতাংশ জনগণ খ্রিষ্টান। বোকো হারামের সন্ত্রাসীরা সেদেশের উত্তরাঞ্চলীয় মুসলিম ও অমুসলিমদের উপর গণহত্যা চালিয়েছে। তারা মসজিদ এবং গির্জায় বোমা বর্ষণ করেছে। এছাড়াও তারা অনেক স্থানে আত্মঘাতী হামলা চালিয়েছে। iqna

 

 

captcha