IQNA

তাজিকিস্তানের হাইস্কুলে যোগ হচ্ছে ইসলামিক বই

23:55 - July 12, 2018
সংবাদ: 2606199
আন্তর্জাতিক ডেস্ক: তাজিকিস্তানের স্কুলসমূহে ইসলামিক বই পড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তাব দিয়েছে।

ইয়েমেনে গোপন কারাগারে যুদ্ধাপরাধ করছে আমিরাত: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
বার্তা সংস্থা ইকনা: তাজিকিস্তানে সম্প্রতি "সন্ত্রাস ও চরমপন্থার মোকাবেলা - একটি ডেমোক্রেটিক এবং আইনি সোসাইটি নির্মাণ" শিরোনামে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই শীর্ষক সম্মেলনে সেদেশের হাইস্কুলে ইসলামী বইসমূহ পড়ানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।
তাজিকিস্তানের খাজান্দ শহরের মসজিদের পেশ ইমাম "আব্দুল্লাহ কালানজাদেহ" সর্বপ্রথম সেদেশের হাই স্কুলে ইসলামী বই পড়ানোর প্রস্তাব দেন।
সম্মেলনে অংশগ্রহণকারীরা এই প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছেন এবং এ ব্যাপারে তারা গুরুত্বারোপ করেছেন। সম্মেলনে বলা হয়েছে, যদি স্কুলসমূহে ইসলামিক বই পড়ানো হয় তাহলে যুবকরা ইসলাম ধর্ম সম্পর্কে অধিক জ্ঞান অর্জন করতে পারবে এবং এর মাধ্যমে সমাজে চরমপন্থা বিস্তারও রোধ করা সম্ভব হবে।
এই বৈঠকে আরও বলা হয়েছে যে, হাই স্কুলে ইসলামী শিক্ষা প্রদান এবং প্রবর্তনের বিষয়টি ভবিষ্যতে সভায় আরও বিস্তারিত আলোচনা করা হবে।
iqna

 

captcha