IQNA

সহনশীল ইসলাম প্রচারে উদ্যোগ নিচ্ছে ইন্দোনেশিয়া

20:30 - April 06, 2018
সংবাদ: 2605443
আন্তর্জাতিক ডেস্ক: সহনশীল ইসলাম প্রচারে উচ্চ পর্যায়ের পরামর্শের জন্য বিশ্বের বিভিন্ন দেশের ৫০ জন উলেমাকে নিয়ে সম্মেলন করতে যাচ্ছে ইন্দোনেশিয়া। আগামী মে মাসে জাভা দ্বীপের ভোগোরে এই সম্মেলনের জন্য দিন নির্ধারণ করা হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: বৃহস্পতিবার জাকার্তায় প্রেসিডেন্ট কার্যালয়ে প্রেসিডেন্ট জোকো উইদোদোকে এই সম্মেলনের প্রস্তুতির অগ্রগতির বিষয়ে রিপোর্ট পেশ করেন তার বিশেষ দূত বিশেষ দূত দিনা সাইমসুদ্দিন।
আন্তঃধর্মবিষয়ক ডায়লগ এবং অংশীদারিত্ব বিষয়ে প্রেসিডেন্টের বিশেষ দূত পরে সংবাদ সম্মেলনে জানান, ইন্দোনেশিয়া মধ্যপন্থী ইসলামকে প্রচার করবে যা বিশ্বের জন্য সহনশীল হবে।
প্রেসিডেন্ট জোকো উইদোদো আগামী ১ মে বোগোর প্যালেসে সম্মেলনের উদ্বোধন করবেন। ভাইস প্রেসিডেন্ট জোসুফ কালা ৩ মে অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন।
দিনা সাইমসুদ্দিন বলেন, ‘প্রেসিডেন্টের একজন রাষ্ট্রদূত হিসাবে এই আদেশ বাস্তবায়িত হবে।’
ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইসলামি সংগঠন ‘মুহাম্মাদিয়া’র সাবেক সভাপতি দিনা সাইমসুদ্দিন বলেন, ইন্দোনেশিয়ায় মুসলমানদের এজেন্ডা হিসাবে আল-ওয়াসাতিয়াহ (সংযম) উন্নয়নের জন্য তাকে দায়িত্ব দেয়া হয়েছে; যা হবে ইসলামের নীতির উপর ভিত্তি করে।
তিনি বলেন, ‘মধ্যপন্থা অবলম্বন ইসলামের বৈশিষ্ট্যগুলোর অন্যতম; যা সহনশীল, উন্মুক্ত এবং আরো অনেক।’
তিনি বলেন, কানাডা, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মতো ননমুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশের কিছু উলেমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও, ইন্দোনেশিয়ার বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের প্রতিনিধিত্বকারী প্রায় ৫০ জনকে উলেমাকে সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হবে। দ্য জাকার্তা পোস্ট

captcha