IQNA

কেন ইমাম মাহদীকে কায়েম এবং মুন্তাযার বলা হয়

0:04 - February 13, 2018
সংবাদ: 2605035
প্রশ্ন করলাম হে আল্লাহর রাসূলের সন্তান ইমাম হাসান আসকারীর পরবর্তী ইমাম কে? ইমাম ক্রন্দন করে বললেন: অবশ্যই তার পরবর্তী ইমাম হচ্ছেন কায়েম আল মুন্তাযার।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: কামালুদ্দিন গ্রন্থে ইমাম জাওয়াদ(আ.) থেকে বর্ণিত হয়েছে, আমার পরবর্তী ইমাম হচ্ছে আমার সন্তান আলী আল হাদি, তাঁর নির্দেশ হচ্ছে আমার নির্দেশ, তাঁর কথা আমার কথা তাঁর আনুগত্য আমার আনুগত্য।

তাঁর পরের ইমাম হচ্ছে তাঁর সন্তান হাসান আসকারী তাঁর নির্দেশ তার পিতার নির্দেশ তাঁর কথা তাঁর পিতার কথা তাঁর আনুগত্য তাঁর পিতার আনুগত্য।

আবার প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূলের তাঁর পরবর্তী এবং শেষ ইমাম কে? ইমাম ক্রন্দন করে বললেন: তিনি হচ্ছেন, হাসানের সন্তান আল কায়েম। প্রশ্ন করলাম, কেন তাকে মুন্তাযার আল কায়েম বলা হয়? যেহেতু সবাই তাকে ভুলে যাওয়ার পর তিনি কিয়াম করবেন তাই তাঁকে কায়েম বলা হয়। আর যেহেতু তিনি দীর্ঘ কাল অন্তর্ধানে থাকবেন এবং সবাই তার অপেক্ষায় থাকবে সেই জন্য তাকে মুন্তাযার বা প্রতীক্ষিত বলা হয়। শাবিস্তান

captcha