IQNA

নাইজেরিয়ায় বোকো হারামের হামলা নস্যাৎ

23:13 - December 27, 2017
সংবাদ: 2604661
আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের সদস্যরা নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মাগোমারী শহরে হামলা চালার পরিকল্পনা করেছিল। কিন্তু নাইজেরিয়ার সেনাবাহিনীর চেষ্টায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ হয়েছে।

 নাইজেরিয়ায় বোকো হারামের হামলা নস্যাৎ

বার্তা সংস্থা ইকনা: নাইজেরিয়ান সেনাবাহিনীর মুখপাত্র ঘোষণা করেছেন: সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম তাদের নাশকতা সম্প্রসারণ করার জন্য দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মাগোমোরি শহর দখল করতে চেয়েছিল। এই শহর দখলের জন্য হামলা চালানোর সময় সেনাবাহিনীরা সম্মুখীন হয়।

তিনি বলেন: সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের সাথে সেনাবাহিনীর যুদ্ধ চলাকালীন সময় ৩ সেনা নিহত এবং ৬ জন আহত হয়েছেন।

৯ বছর পূর্বে থেকে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারামের সদস্যদের সাথে সেনাবাহিনীর যুদ্ধ অনবরত লেগেই আছে।

২১ ডিসেম্বর ভোরে দেশটির আদামাভা প্রদেশের মুবি শহরের এমটি মসজিদে সন্ত্রাসীরা আত্মঘাতী হামলার চালিয়েছে। সন্ত্রাসীদের এই হামলার ৫৮ জন নিহত হয়েছেন। ভোরে ফজরের নামাজের জন্য মুসল্লিরা মসজিদের উপস্থিত হলে সন্ত্রাসীরা এই হামলা চালায়।

iqna

 

 

captcha