IQNA

ক্যামেরুনের একটি মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৪

20:29 - September 14, 2017
সংবাদ: 2603832
আন্তর্জাতিক ডেস্ক: ক্যামেরুনের উত্তরাঞ্চলে একটি মসজিদে আজ সকালে সন্ত্রাসীরা আত্মঘাতী হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের এই হামলায় ৪ জন নিহত হয়েছেন।
ক্যামেরুনের একটি মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৪বার্তা সংস্থা ইকনা: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার ফলে দুই জন নিহত হয় এবং অপর দুই জন গুরুত্বর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার ফলে পরবর্তীতে তারাও মৃত্যুবরণ করেন। এই হামলার ব্যাপারে এখনও পর্যন্ত বিস্তারিত কোন খবর প্রকাশ হয়নি।
ক্যামেরুনের নিরাপত্তা কর্মীরা এই হামলার জন্য সন্ত্রাসী গোষ্ঠী 'বোকো হারাম'কে দায়ী করেছে। আত্মঘাতী হামলার জন্য এই সন্ত্রাসী গোষ্ঠী অধিকাংশ সময় শিশুদের ব্যবহার করে থাকে।
গত সপ্তাহে প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, বোকো হারামের হামলার ফলে এপ্রিল মাস থেকে এ পর্যন্ত নাইজেরিয়া ও ক্যামেরুনে চার শতের অধিক লোক নিহত হয়েছেন।
এছাড়াও জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, চাদ অঞ্চলে (নাইজেরিয়া, ক্যামেরুন, চাদ এবং নাইজার) প্রায় ২ কোটি ২৬ লাখ লোক বোকো হারামের নির্যাতনের স্বীকার হয়েছে এবং ২৬ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।
iqna



captcha