IQNA

অনলাইনে ইসলাম বিষয়ে শিক্ষা দেওয়ায় চীনে মুসলিম সংখ্যালঘুর কারাদণ্ড

19:09 - September 14, 2017
সংবাদ: 2603826
আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম সম্পর্কে মানুষকে শিক্ষা দিতে অনলাইন ডিসকাশন গ্রুপ গঠন করায় মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের একজন সদস্যকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে চীন।
অনলাইনে ইসলাম বিষয়ে শিক্ষা দেওয়ায় চীনে মুসলিম সংখ্যালঘুর কারাদণ্ড
বার্তা সংস্থা ইকনা: কারাদণ্ডপ্রাপ্ত ওই সংখ্যালঘু মুসলিমের নাম হুয়াং শেইক (৪৯)। তিনি ‘হুই’ সংখ্যালঘু জাতিগোষ্ঠীর সদস্য।

চীনের বিচার বিভাগ অনলাইনের তথ্যনুযায়ী, ইসলাম সম্পর্কে শিক্ষা দিতে ম্যাসেজিং অ্যাপ ‘ইউচ্যাট’ এর মাধ্যমে একটি ডিসকাশন গ্রুপ গঠন করায় হুয়াং শেইক (৪৯) নামে ওই মুসলিমকে ২০১৬ সালে জিনজিয়াং প্রদেশ থেকে আটক করা হয়।

আরেকটি উইচ্যাট আলোচনা গ্রুপের মাধ্যমে হুয়াং ইসলামের পবিত্র গ্রন্থ কুরআন সম্পর্কে শিক্ষা দিতেন। প্রতিটি গ্রুপে ১০০ জনেরও বেশি অনুসারী ছিল বলে ওয়েবসাইটটি বলেছে।

ওয়েবসাইটটিতে দাবি করা হয়, ডিসকাশন গ্রুপটি ‘সাধারণ ধর্মীয় কার্যকলাপে ব্যাঘাত ঘটায়’ এবং ধর্মীয় আলোচনার জন্য ইন্টারনেট ব্যবহার করে আইন ভঙ্গ করেছে।

জিনজিয়াং প্রদেশে নাটকীয়ভাবে নজরদারি ও পুলিশি পাহারা বৃদ্ধি করেছে চীনা কর্তৃপক্ষ।

চীনে ২০ মিলিয়নেরও বেশি মুসলমান রয়েছে। তাদের মধ্য উল্লেখযোগ্য হচ্ছে উইঘুর, হুই এবং অন্যান্য জাতিগত সংখ্যালঘুরা।

চীনে প্রায় ১০.৬ মিলিয়ন হুই সদস্য রয়েছে। এসব মুসলিম বাসিন্দাদের বংশধররা এবং চীনাদের মধ্য যারা ইসলাম গ্রহণ করেছে দীর্ঘদিন ধরে তারা ‘হান’ জাতির নিপীড়ন সহ্য করে আসছে। চীনের ১.৩৭ বিলিয়ন জনসংখ্যার মধ্য ৯০ শতাংশই হান জাতি গোষ্ঠীর। সিবিএস/আরটিএনএন
captcha