IQNA

মিয়ানমারে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের আহ্বানে ইন্দোনেশিয়া

23:29 - September 04, 2017
সংবাদ: 2603748
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জকো উইদডো মিয়ানমারের সেদেশের পররাষ্ট্রমন্ত্রীকে মিয়ানমারে পাঠিয়ে মিয়ানমারের সরকারের নিকট মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন।
মিয়ানমারে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের আহ্বানে ইন্দোনেশিয়া
বার্তা সংস্থা ইকনা: মিয়ানমারের মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা সহিংসতার অবসান ঘটানোর জন্য  ইন্দোনেশিয়ার জনগণ বিক্ষোভ করেছে। এসময় বিক্ষোভকারীরা রাজধানী জাকার্তার মিয়ানমার দূতাবাসে পেট্রোল বোমা হামলা করে।
রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হত্যা ও নির্যাতনের ঘটনায় মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশটিতে মিয়ানমার সরকারের বিরুদ্ধে ক্ষোভ এবং ঘৃণা বাড়ছে।
জাকার্তা পুলিশের মুখপাত্র আরগো ইউওনো বলেছেন, বোমা মারার ঘটনায় কেউ হতাহত হয়নি। একটি ভবনের দ্বিতীয় তলার পেছন দিকে  প্রথমে আগুন দেখতে পান টহলে নিয়োজিত এক পুলিশ কর্মকর্তা। তিনি দেরি না করেই দূতাবাস প্রহরায় নিযুক্ত পুলিশকে বিষয়টি জানান।
বোমা হামলায় জড়িতদের ধরার চেষ্টা পুলিশ এখন করছে বলে জানান ইউওনো।
রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে অব্যাহত হত্যা ও নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ার মানুষ ক্ষুব্ধ হয়ে উঠতে শুরু করেছেন। এরই মধ্যে জাকার্তার মিয়ানমার দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন ইন্দোনেশিয়ার সর্বশ্রেণীর মানুষ।
উল্লেখ্য, সহিংসতার ফলে ৭৩ হাজার রোহিঙ্গা মুসলমান নিজেদের জান বাচাতে বাংলাদেশের আশ্রয় নিয়েছে।
iqna



captcha