IQNA

বাংলাদেশে ধর্ম নিয়ে বাড়াবাড়ি কেউ সহ্য করে না: প্রধান বিচারপতি

23:08 - July 07, 2017
সংবাদ: 2603386
বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বাংলাদেশে কেউ কোনোদিনই ধর্ম নিয়ে বাড়াবাড়ি সহ্য করে না। বর্তমান সরকারও কোনোমতেই তা সহ্য করছে না। তিনি বলেন, এদেশ অসাম্প্রদায়িক এবং সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ।

বার্তা সংস্থা ইকনা: শুক্রবার কুমিল্লা মহানগরীর কাপড়িয়া পট্টিতে পুনর্নির্মিত শ্রীশ্রী চান্দমণি রক্ষা কালীমন্দির উদ্বোধনকালে সুরেন্দ্র কুমার এসব কথা বলেন।

ধর্মনিরপেক্ষতা, মানুষের শান্তিশৃঙ্খলা, প্রত্যেকে প্রত্যেকের ধর্ম যাতে পালন করতে পারে সেটা বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।’ প্রধান বিচারপতি আরো বলেন, ‘আপনারা জেলা ও দায়রা জজ, পুলিশ সুপার ও জেলা প্রশাসক তিনজন একসঙ্গে মিলে সহযোগিতা করেন। তাহলে আমার দৃঢ় বিশ্বাস, প্রত্যেকটি জেলার আইনশৃঙ্খলার উন্নতি হবে এবং ধর্মীয় শান্তি, অনুভূতি, সহমর্মিতা বেঁচে থাকবে।’

ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম জেবুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক নির্বাচন কমিশনার ও কুমিল্লার সাবেক জেলা দায়রা জজ মো. ছহুল হুসাইন, সদ্য বিদায়ী জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহ।

পরে বিকেল ৩টায় কুমিল্লার আদালত ভবনে বিচারক ও আইনজীবীদের সঙ্গে দ্রুত মামলার নিষ্পত্তি ও আইনের প্রয়োগের বিষয়ে মতবিনিময় করেন প্রধান বিচারপতি। পার্সটুড
captcha