IQNA

নেদারল্যান্ডে শিক্ষার্থীদের নামাজ প্রশিক্ষণে প্রতিবাদ জানালো অভিভাবকগণ

23:24 - December 31, 2016
সংবাদ: 2602270
আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডের অ্যাফ্রিসল প্রদেশের যুলা' শহরের একটি প্রাইমারি স্কুলে খৃষ্টান শিক্ষার্থীদের নামাজ প্রশিক্ষণ দেয়ার ভিডিও প্রকাশ হওয়ার পর উক্ত স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকগণ স্কুল কর্তৃপক্ষের নিকট অভিযোগ করেছে।
নেদারল্যান্ডে শিক্ষার্থীদের নামাজ প্রশিক্ষণে প্রতিবাদ জানালো অভিভাবকগণ
বার্তা সংস্থা ইকনা: ভিডিওটি কয়েক মাস পূর্বে ধারণ করা হয়েছে। প্রকাশিত ভিডিওয় দেয়া যায় যে, স্থানী মসজিদের পেশ ইমাম শিক্ষার্থীদের নামাজ পড়ার আদব এবং কৌশল সম্পর্কে ধারণ দিচ্ছে। শিক্ষার্থীদের অভিভাবকগণ স্কুল কর্তৃপক্ষের নিকট স্কুলে শিক্ষাদানের পদ্ধতি পরিবর্তনের আহ্বান জানিয়েছে।

এদিকে স্কুলে স্কুলসমূহে রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন নেদারল্যান্ডের জাতীয় সংসদের প্রতিনিধি 'হ্যারুম ব্রেট্টমা'।

হ্যারুম ব্রেট্টমা অভিভাবকদের উদ্দেশ্যে বলেছে, "দেশের সাথে সম্পর্কিত নয়, এমন কোন সংস্কৃতি যেন সন্তানরা না শেখে।"

নেদারল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয় পূর্বে এক বিবৃতিতে ঘোষণা করেছে, যেসকল ধর্ম সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাদের সম্পর্কে যেন সকল শিক্ষার্থীরা অবগত করা হয়।
iqna



captcha