IQNA

আজ ইরান-আমেরিকা মহারণ; নক আউট পর্বে ওঠার চূড়ান্ত লড়াই

13:40 - November 29, 2022
সংবাদ: 3472903
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং আমেরিকার মধ্যে আজ (মঙ্গলবার) দিনগত রাতে কাতার বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের শেষ খেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত একটায় দুই দল পরস্পরের মুখোমুখি হবে। বি গ্রুপের অন্য দুই দল ইংল্যান্ড এবং ওয়েলসও রাত একটায় পরস্পরের মুখোমুখি হবে।

ইরান-আমেরিকা খেলায় যে দল বিজয়ী হবে তারা বিশ্বকাপ আসরের পরবর্তী রাউন্ডে চলে যাবে। সেক্ষেত্রে এই ম্যাচ নিয়ে দুই দলের খেলোয়াড় এবং ভক্ত-দর্শক-সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এছাড়া, ইরান এবং আমেরিকার মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতার বিষয়টিও এখানে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি প্রথম পর্বের খেলার আগে আমেরিকার পক্ষ থেকে ইরানের জাতীয় পতাকা অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দেয়া হয়েছে যাতে ইরানের পতাকায় আল্লাহর নাম রাখা হয়নি। বিষয়টি নিয়ে এরইমধ্যে ইরান আইনের আশ্রয় নিয়েছে এবং আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ ও মার্কিন জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে। অন্যদিকে, এই ঘটনায় মার্কিন জাতীয় ফুটবল দলের কোচ গ্রেগ বারহাল্টার গতকাল কাতারে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন।  পার্সটুডে
 
বি গ্রুপে ইরান এ পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসের সঙ্গে খেলেছে। প্রথম খেলায় ইংল্যান্ডের কাছে হেরে গেলেও দ্বিতীয় খেলায় ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে দারুনভাবে ঘুরে দাঁড়ায়। সে ক্ষেত্রে ইরানের হাতে রয়েছে তিন পয়েন্ট।
 
অন্যদিকে, আমেরিকা গ্রুপের তাদের দুই খেলায় ইংল্যান্ড এবং ওয়েলসের সঙ্গে ড্র করে ২ পয়েন্ট অর্জন করেছে। পয়েন্টের দিক দিয়ে ইরানের চেয়ে আমেরিকা পিছিয়ে রয়েছে।
 
এ দিক দিয়ে এই গ্রুপে ইংল্যান্ড দুই খেলায় একটি জয় এবং একটি ড্র পেয়ে চার পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। ইরান ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং আমেরিকা দুই পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। আজ এই গ্রুপের অন্য ম্যাচে ইংল্যান্ড এবং ওয়েলস মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত একটায়।
 
ইংল্যান্ডের কাছে ইরান হেরেছে, অন্যদিকে ইংল্যান্ডের সঙ্গে ড্র করেছে আমেরিকা। আবার যে ওয়েলসের সঙ্গে আমেরিকার ড্র করেছে সেই ওয়েলসকে ২-০ গোলে হারিয়েছে ইরান। এসব বিচারে বলা যাচ্ছে ইরান এবং আমেরিকা দু দলের কেউই কম শক্তিশালী নয়। তবে বিশ্বকাপে এ পর্যন্ত ইরানকে আমেরিকা হারাতে পারেনি বরং ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে আমেরিকাকে ২-১ গোলে হারিয়েছিল ইরান।
 
আজকের ম্যাচে ইরানের সবচেয়ে বড় দুর্বল দিক হচ্ছে মিডফিল্ডার আলী রেজা  জাহানবাখশ দলে থাকছেন না। তিনি ওয়েলসের সঙ্গে ম্যাচের দিন হলুদ কার্ড পাওয়ায় আজকের খেলায় অংশ নিতে পারবেন না। এবারের আসরে তিনি দুটি হলুদ কার্ড পেয়েছেন। তবে আশার দিক হচ্ছে- ইরানের প্রধান গোলকিপার আলী রেজা বেইরানভান্দ ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। ইরানি দল যদি তার শক্তি-সামর্থ্য দিয়ে আমেরিকার বিরুদ্ধে কাঙ্খিত লড়াই করতে পারে তাহলে নকআউট পর্বে যাওয়া দলটির জন্য মোটেই কঠিন কিছু নয়। 
 
আজকের ম্যাচের আরেকটি হিসাব রয়েছে, সেটি হচ্ছে- ইরান যদি আমেরিকার সঙ্গে ড্র করে এবং অন্য ম্যাচে ওয়েলস যদি ইংল্যান্ডকে হারাতে না পারে তাহলেও ইরান নক আউট পর্বে চলে যাবে। আজকের ম্যাচে ইরানি খেলোয়াড়দের জন্য মনোযোগটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
captcha