IQNA

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রেকর্ডসংখ্যক মুসলিম প্রার্থীর জয়

20:52 - November 11, 2022
সংবাদ: 3472803
তেহরান (ইকনা):  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রেকর্ডসংখ্যক মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্যে অনেকেই প্রথমবারের মতো এসব আসনে জিতেছেন।
যুক্তরাষ্ট্রের মুসলিম ও সংখ্যালঘু জনগোষ্ঠীর রাজনৈতিক অবকাঠামো নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা জেটপ্যাক রিসোর্স সেন্টার এবং কাউন্সিল ফর ইসলামিক রিলেশন (সিএআইআর) জানায়, মধ্যবর্তী নির্বাচনে ইতিমধ্যে ১৪৫ মুসলিম প্রার্থী স্থানীয়, রাজ্য ও কেন্দ্রীয়ভাবে জয়ী হয়েছেন। তা ছাড়া আগে থেকেই ১৮টি রাজ্যে ২৯ জন মুসলিম বিধায়ক রয়েছেন।
 
গত ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ীদের মধ্যে আছেন মিনেসোটা অঙ্গরাজ্যের সর্বকনিষ্ঠ নারী প্রতিনিধি জয়নব মুহাম্মদ। এ ছাড়া দ্বিতীয়বারের মতো দক্ষিণ-পূর্ব মিশিগান থেকে রাশিদা তালিব এবং টানা তৃতীয়বারের মতো মিনেসোটার ফিফথ কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে ইলহান ওমরসহ আরো অনেকে জয়ী হয়েছেন।
 
প্রথম মুসলিম নারী হিসেবে দক্ষিণ মিনিয়াপলিসের সিনেটর নির্বাচিত জয়নব বলেন, ‘আমি আমার বন্ধু, পরিবার, সহকর্মী, প্রচারকর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রতি খুবই কৃতজ্ঞ যে তারা আমার প্রতি আস্থা রেখেছেন এবং ঐতিহাসিক রাতে আমাকে জয়ী করেছেন। সামনে আমাকে অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। মিনেসোটাবাসীর জীবনমান উন্নত করতে আমি আর অপেক্ষা করতে চাই না। ’
 
সিএআইআরের নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, ‘বুধবার রাতের রেকর্ডসংখ্যক মুসলিম প্রার্থীদের ঐতিহাসিক জয় আমেরিকান রাজনীতিতে আমাদের সম্প্রদায়ের উত্থানের প্রমাণ বহন করে। আমাদের প্রতিবেশীরা তাদের প্রতিনিধিত্ব করতে এবং তাদের জন্য কাজ করতে আমাদের প্রতি আস্থা রেখেছেন এটি তারই প্রমাণ। ’
 
তিনি আরো বলেন, ‘আমরা আমেরিকান মুসলিম সম্প্রদায়ের প্রান্তিক কণ্ঠস্বর থেকে রাজনৈতিক রূপান্তরের পরবর্তী ধাপ দেখছি। দীর্ঘকাল পর্যন্ত তাদের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারী হওয়া থেকে বিরত রাখা হয়েছে। ভোট ও নাগরিক অধিকার নিশ্চিত করতে আমাদের সম্প্রদায়ের দীর্ঘ বিনিয়োগের ওপর ভিত্তি করে নবনির্বাচিতরা নিজেদের বিজয় অর্জন করেছেন। ’
 
জেটপ্যাক রিসোর্স সেন্টার নির্বাহী পরিচালক মুহাম্মদ মিসোরি বলেন, ‘যুক্তরাষ্ট্রের স্থানীয় ও রাজ্যের নির্বাচনে মুসলিম প্রার্থীদের ঐতিহাসিক বিজয়ে আমি অনুপ্রাণিত। এটা প্রমাণ করে যে মুসলিম সম্প্রদায় টেকসই নির্বাচনী সাফল্যের জন্য শক্ত অবকাঠামো তৈরি করছে। শিক্ষা, আবাসন, জলবায়ু ও নাগরিক অধিকার বিষয়ক নীতিগত সিদ্ধান্তগুলো রাষ্ট্রীয় আইনসভা কর্তৃক তৈরি করা হয়। তাই এটি খুবই গুরুত্বপূর্ণ যে নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আমাদের প্রতিনিধিত্ব করা হয়। ’
 
সূত্র : মিডল ইস্ট আই ও সিএআইআর
captcha