IQNA

শিরাজের কুরআনিক যাদুঘর

তেহরান (ইকনা): ইরানের শিরাজ শহরে বিজ্ঞান ও প্রযুক্তি তথ্য কেন্দ্রের যাদুঘরে পবিত্র কুরআনের অনন্য পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছে।
ক্যালিগ্রাফি, গিল্ডিং, ইমিটেশনের শৈল্পিক বৈশিষ্ট্য সহ বিভিন্ন যুগের পবিত্র কুরআনের অন্তত ৯০০ খণ্ড হস্তলিখিত, লিথোগ্রাফ, স্টেনসিলড এবং সূক্ষ্ম মুদ্রিত পাণ্ডুলিপি এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে। এসকল পাণ্ডুলিপি দারভিশ নাভিদগুয়ী’র প্রচেষ্টায় সংগ্রহ করা হয়েছে।

 

 
 
captcha