IQNA

১৯৭৩ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ইরানি ক্বারির উপস্থিত

তেহরান (ইকনা): ইরানের অন্যতম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি মোহাম্মাদ সালিমী তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম পেজে বিশ্বখ্যাত ক্বারি মরহুম মোহাম্মাদ ত্বাকী মারওয়াতের একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওটি ১৯৭৩ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ধারণ করা হয়েছিল।
১৯৭৩ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ইরানি ক্বারির উপস্থিতক্বারি মোহাম্মদ ত্বাকী মারওয়াত ইরান থেকে সর্বপ্রথম মালয়েশিয়ার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কয়েক বছর পূর্বে তিনি ইহকাল ত্যাগ করেন।
এই প্রতিযোগিতায় ক্বারি আব্দুল্লাহ শালবী এবং ফুয়াদ আল-আরুসী বিচারক মণ্ডলীর টিমে উপস্থিত ছিলেন। 
ভিডিওতে সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করেছেন ক্বারি আব্দুল্লাহ শলবী।
 
 
captcha