IQNA

ভারতে নবাব মোহাম্মদ আলী শাহ হুসাইনিয়া

তেহরান (ইকনা): ভারতের লক্ষ্ণৌতে অবস্থিত নবাব মোহাম্মদ আলী শাহ হুসাইনিয়া ছোটা ইমামবাড়া নামেও পরিচিত। এই ইমামবাড়া ১৮৩৮ সালে আওদ রাজবংশের অন্যতম শাসক মোহাম্মদ আলী শাহ নির্মাণ করেছিলেন।

মুহম্মদ আলী শাহ এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের এই স্থানে দাফন করা হয়েছে। এই ইমামবাড়ায় আলংকারিক আলো এবং ঝাড়বাতির ব্যবহারের ফলে ইউরোপীয়রা এটিকে "আলোর প্রাসাদ" বলে অভিহিত করেছে।


উল্লেখ্য যে, ইমামবাড়া (উর্দু: امام باڑہ‎‎), ইমামবারগাহ (ফার্সি: امام بارگاہ‎‎), আশুরখানা (উর্দু: عاشور خانہ‎‎) বা হুসাইনিয়া (ফার্সি: حسینیه‎‎; আরবি: حسينية‎‎) হল আশুরার শোকপালনের উদ্দেশ্যে নির্মিত শিয়া মুসলিম সম্মেলন ভবন।

 

 
 
captcha