IQNA

কাযেমাইনে হামলার দায় স্বীকার করেছে দায়েশ

20:44 - June 05, 2021
সংবাদ: 2612912
তেহরান (ইকনা):ইরাকের কাযেমাইন শহরে ইমাম মুসা কাযেম (আ.) এবং ইমাম জাওয়াদ (আ.)এর পবিত্র মাযারের নিকটে বোমা হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএস কর্তৃক পরিচালিত আমাক নিউজ ওয়েবসাইট লিখেছে, এই দলের সদস্যরা কাযেমাইন শহরে ইমাম মুসা কাযেম (আ.) এবং ইমাম জাওয়াদ (আ.)এর পবিত্র মাযারের জরিঘরের নিকটে একটি বোমা বিস্ফোরিত করেছে। এরফলে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে।

ইরাকের নিরাপত্তা সংস্থা জানিয়েছে, ৩য় জুন রাতে বাগদাদের অদূরে কাযেমাইন শহরের বাবুল মুরাদের (মুরাদ গেইট) নিটকে এক অজ্ঞাত ব্যক্তির আত্মঘাতী বিস্ফোরণের ফলে বেশ কয়েকে জন আহত হয়েছেন।

কিছু মিডিয়া সংস্থা জানিয়েছে, একটি রেস্তোরাঁর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই ঘটনাটি ঘটেছে এবং কিছু উৎস এই বিস্ফোরণের সাথে সন্ত্রাসী গোষ্ঠীর যুক্ত থাকার কথা অস্বীকার করেছে।

ইরাকের এই নিরাপত্তা উৎস ঘোষণা করেছে, কাযেমাইনের একটি বাজারের একটি রেস্তোরায় গ্যাস ক্যানিটার বিস্ফোরণের ফলে এই দুর্ঘটনা ঘটেছে।

বিভিন্ন মিডিয়ায় বলা হয়েছে, এই বিস্ফোরণের ফলে ১৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণের সময় ঘটনাস্থল থেকে বের হওয়ার জন্য সেখানে ভিড় হয়। আর এই কারণে রেস্তোরা গ্রাহকদের মধ্যে কয়েকজন আহত হয়েছে। এদিকে কিছু উৎস বলেছে, এই বিস্ফোরণের ফলে ৩ জন নিহত হয়েছে।

কাযেমাইন বা কাযেমিয়া (আরবিতে আল কাজেমিয়া/ الكاظمية) ইরাকের রাজধানী বাগদাদের অদূরে টাইগ্রিস নদীর পশ্চিমে অবস্থিত। এই শহরে নবী করিম (সা.)এর পবিত্র আহলে বাইতের (আ.) সপ্তম এবং নবম নক্ষত্র তথা ইমাম মুসা কাযেম (আ.) এবং ইমাম মুহাম্মাদ ত্বাকী [ইমাম জাওয়াদ] (আ.)এর মাযার রয়েছে। iqna

captcha