IQNA

বৈরুতের ভয়াবহ বিস্ফোরণ সম্পর্কে হিজবুল্লাহর প্রতিক্রিয়া

16:02 - August 05, 2020
সংবাদ: 2611270
তেহরান (ইকনা): লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জাতীয় দুর্যোগ মোকাবেলার জন্য দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। গতকাল (মঙ্গলবার) বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৭৩ জন নিহত ও প্রায় চার হাজার মানুষ আহত হওয়ার পর এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে হিজবুল্লাহ।

বৈরুত বিস্ফোরণের নিন্দা জানিয়েছে প্রতিরোধকামী এ সংগঠনটি। এছাড়া, বিস্ফোরণে হতাহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটি তাদের বিবৃতিতে বলেছে, “নজিরবিহীন ধ্বংসযজ্ঞ ও বেদনাদায়ক বিপর্যয়ের পর এই কঠিন পরীক্ষায় সমস্ত জনগণের ঐক্যবদ্ধ থাকা জরুরি।” পার্সটুডে

আহতদের চিকিৎসার জন্য হিজবুল্লাহ মেডিক্যাল টিম মোতায়েন করেছে এবং সব ধরনের সহযোগিতা দেয়ার কথা ঘোষণা দিয়েছে। এছাড়া, হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ আজ (বুধবার) যে বক্তব্য দেয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে।

এরইমধ্যে প্রধানমন্ত্রী হাসান দিয়াব তিন দিনের শোক ও দেশে দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন। গতকাল সন্ধ্যায় বৈরুত বন্দরের রাসায়নিক গুদাম থেকে ওই বিস্ফোরণ ঘটেছে।

এর প্রচণ্ডতায় পুরো বৈরুত শহর কেঁপে ওঠে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে মানুষের চিৎকার ও ছুটোছুটি দেখা যায়। বাড়িঘরের জানালার কাঁচ ও ব্যালকনি ভেঙেও অনেকে আহত হন। iqna

captcha