IQNA

ইসরাইল ইসলামের শ'ত্রু, মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে ইহুদিদের রু'খতে হবে: মাহাথির

20:24 - July 04, 2020
সংবাদ: 2611079
তেহরান (ইকনা): ইসরাইল ইসলামের শ'ত্রু, ইহুদিদের বর্বরতা থেকে ফিলিস্তিনিদের বাঁচাতে মধ্যপ্রাচ্যে ঐক্য প্রতিষ্ঠা করা জরুরি। নিজেদের মধ্যে দ্ব'ন্দ্ব-সং'ঘা'ত ব'ন্ধ করে ফিলিস্তিনিদের জমি দ'খল করে অবৈ'ধভাবে প্রতিষ্ঠিত ইসরাইলের বি'রু'দ্ধে মুসলমানদের ঐক্যব'দ্ধভাবে ল'ড়াই করা উচিত বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

লেবাননের একটি টিভিকে সম্প্রতি দেয়া সাক্ষাৎকারে ইসলামি বিশ্বের এ শীর্ষ নেতা এ কথা বলেন। মাহাথির বলেন, ইসরাইলিরা মানবতার শ'ত্রু, মুসলমানদের শ'ত্রু। তারা ফিলিস্তিনিদের নি'র্বি'চারে গু'লি করে হ'ত্যা করছে তাদের বাকি ভূমিটুকুও জ'বর-দ'খলের জন্য।

অথচ পাশ্চাত্যের মা'নবতার ধ্ব'জা'ধারীরা এখন নীরব দর্শক। আর মুসলমানরা ব্যস্ত নিজেদের মধ্যে হা'নাহা'নিতে। লেবাননের আল-মায়াদিন টিভিতে গত ২৯ জুন মাহাথির মোহাম্মদের ওই বিশেষ সাক্ষাৎকারটি প্রচার করা হয়। ইসরাইলের স'ন্ত্রা'সী কর্মকা'ণ্ড ও দ'খলদা'রিত্বের বি'রু'দ্ধে তিনি বরাবরই ক'ড়া ভাষায় কথা বলে আসছেন।

২০১৯ সালে সেপ্টেম্বরে ক্ষ'মতায় থাকা অবস্থায় তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ড লিডার ফোরামের আলোচনা সভায়ও একইভাবে ইসরাইলের সন্ত্রা'সবাদের বি'রু'দ্ধে ক'ঠো'র ভাষায় বক্তব্য রাখেন। ইহুদিদের মাধ্যমে প্ররোচিত হয়ে মুসলমানদের ব্রিটেন ও জার্মানিসহ ইউরোপের দেশগুলোতে ছু'রি হা'ম'লা ব'ন্ধ করতে বলেন তিনি।

মাহাথির বলেন, এ সব ঘ'টনাকে ইহুদি নিয়'ন্ত্রিত গণমাধ্যমগুলোতে মুসলিমদের জ'ঙ্গি ও সন্ত্রা'সী হিসেবে জাহির করে ফলাও করে প্রচার করে প্রপা'গা'ন্ডা চালাচ্ছে। ইউরোপের সাধারণ মানুষের মধ্যে এক ধ'রণের ইসলামবি'দ্বে'ষ ঢু'কিয়ে দিচ্ছে ইহুদিরা। সময় এসেছে ঐ'ক্যব'দ্ধ হয়ে ইহুদি স'ন্ত্রা'সবাদের বি'রু'দ্ধে ল'ড়বার। তা না হলে বিশ্ব মানচিত্র থেকে মুসলিম দেশ ফিলিস্তিন একেবারেই হা'রিয়ে যাবে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোর মধ্যে সং'ঘা'ত জিইয়ে রেখেছে যুক্তরাষ্ট্র, যাতে তার ঘনি'ষ্ঠ মিত্র ইসরাইলের দ'খ'লদারিত্বে তারা নাক না গলা'নোর ফু'রস'ত পায়। গোটা ইসরাইল রাষ্ট্রটিই প্রতিষ্ঠিত হয়েছে ফিলিস্তিনিদের ভূমি জ'বর-দ'খল করে। এ নিয়ে কেউ কথা বলা না। মুসলিম দেশগুলো একে অন্যের পিছে লেগে আছে।''
সূত্র : জেরুজালেম পোস্ট

captcha