IQNA

সিরিয়ায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা

22:38 - January 20, 2019
সংবাদ: 2607763
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইল আবারো সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে সবগুলো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয় সেনারা। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর দিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার একটি সামিরক সূত্র রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে বলেছে, “আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের একটি আগ্রাসন নস্যাৎ করে দিয়েছে এবং সব রকমের লক্ষ্য পূরণে বাধা দিয়েছে।”

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটার পোস্টে বলেছে, দামেস্ক বিমানবন্দরের কাছে সিরিয়ার সামরিক বাহিনী ইসরাইলের সাতটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে কোনো হতাহেতর ঘটনা ঘটে নি এবং বিমানবন্দরেরও কোনো ক্ষয়ক্ষতি হয় নি। বিষয়টি নিয়ে ইসরাইলের সামরিক মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হন নি।

এ ঘটনার কিছুক্ষণ পরই দখলদার ইসরাইলি বাহিনী দাবি করেছে, তাদের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একটি রকেট ভূপাতিত করা হয়েছে। রকেটটি অধিকৃত গোলানের উত্তর অংশ লক্ষ্য করে ছোঁড়া হয় বলে ইসরাইল দাবি করেছে। তবে কোথা থেকে রকেটটি ছোঁড়া হয়েছে তা সামরিক বিবৃতিতে পরিষ্কার করা হয় নি।

ইহুদিবাদী ইসরাইল গত কয়েক বছর ধরে মাঝেমধ্যেই সিরিয়ার ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। সিরিয়া যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে সে লড়াই বানচাল করার জন্য ইসরাইল এসব হামলা চালিয়ে আসছে। যারা উগ্র সন্ত্রাসীদেরকে অর্থ, অস্ত্র ও সামরিক সহযোগিতা দিচ্ছে তার মধ্যে ইসরাইলও রয়েছে।iqna

captcha