IQNA

সন্ত্রাসবাদ ও মানি লন্ডারিংয়ের উৎসভূমি আমেরিকা: জুমার খতিব

20:07 - January 18, 2019
সংবাদ: 2607752
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমার নামাজের খতিব ও বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোভাহহেদি কেরমানি বলেছেন, পশ্চিমারা মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের যে দাবি করে তা ডাহা মিথ্যা।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্তা ইকনা'র রিপোর্ট: তিনি আরো বলেছেন, আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো থেকেই মূলত মানি লন্ডারিং-এর পাশাপাশি সন্ত্রাসীদের অস্ত্র ও অর্থ সরবরাহ করা হয়। পশ্চিমা দেশগুলোই মধ্যপ্রাচ্যসহ সারাবিশ্বে সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক বলেও তিনি মন্তব্য করেছেন।

আজ তেহরানের জুমার নামাজের খোতবায় আয়াতুল্লাহ কেরমানি আরো বলেন, একমাত্র ইরান আমেরিকার তৈরি জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং এই গোষ্ঠীর জঙ্গিদেরকে ইরাক ও সিরিয়া থেকে হটিয়ে দিয়েছে।

‌‌অনেক মার্কিন কর্মকর্তা মধ্যপ্রাচ্যকে খণ্ডবিখণ্ড করার অশুভ লক্ষ্যে দায়েশ সৃষ্টি করার কথা স্বীকার করেছে বলে জানান তেহরানের জুমার নামাজের খতিব। তিনি বলেন, আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও তাদের আঞ্চলিক দোসররা ইয়েমেনের হাজার হাজার নিরপরাধ নারী ও শিশুদের হত্যা করে যাচ্ছে।

খুতবার অন্য অংশে তিনি নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের কথা স্মরণ করেন তিনি। আয়াতুল্লাহ কেরমানি বলেন, মানবাধিকারের ধ্বজাধারী পাশ্চাত্য মানবতা বিরোধী এই অপরাধযজ্ঞের ব্যাপারে অর্থবোধক নীরবতা অবলম্বন করছে। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল ও তার সমর্থক আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একমাত্র উপায় সশস্ত্র প্রতিরোধ আন্দোলন। আর এই আন্দোলনের সফলতা ইরাক ও সিরিয়ায় প্রমাণিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তেহরানের জুমার নামাজের খতিব বলেন, সিরিয়ায় প্রতিরোধ আন্দোলনের সাফল্য হিসেবে আমেরিকা লজ্জাজনকভাবে তার সেনা সরিয়ে নিতে বাধ্য হয়েছে।iqna

captcha