IQNA

আমরা ইমাম মাহদীকে গৃহবন্দি করে ফেলেছি

12:21 - October 15, 2018
সংবাদ: 2607006
ইমাম মাহদীর ঈমানের সাথে আমাদের ঈমানের কোন তুলনা চলে না। ইমাম মাহদী(আ.) ঈামনের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন আর আমরা ঈমানের দরজায়ও পৌছাতে পারি নি। ঈমাম মাহদীর ঈমানের সাথে নিজেদের যদি তুলনা করা হয় তাহলে আমাদেরকে কাফের বলাই উচিত। কেননা আমরাই আমাদের গোনাহের কারণে ইমাম মাহদীকে গৃহবন্দি করেছেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আমরা আমাদের অহংকার, লোভ, গোনাহ ইত্যাদির মাধ্যমে ইমাম মাহদীর আবির্ভাবকে বাধা গ্রস্ত করে ফেলেছি। আর এসমস্ত কারণেই ইমাম মাহদী নিজেকে গোপনে রাখছেন।

একজন বলেন: কেন তোমরা ইমাম মাহদীর আবির্ভাবের জন্য দোয়া করছ? তোমরা কি তাকেও হত্যা করতে চাও। কেননা তিনি তোমাদেরকে যা ইচ্ছা তাই করতে দিবেন না তোমাদেরকে সঠিক ও সত্য পথে চলতে বলবেন তোমরা তা সহ্য না করে তাকে হত্যা করবে।

যারা সকল ইমামদেরকে হত্যা করেছে তারা কেউ পাগল ছিল না। বরং তারা ছিল ক্ষমতা লোভী ভণ্ড, এবং মুনাফিক। তারা প্রকৃত মু’মিন ছিল না। এখনও কি সেই অবস্থাই বিরাজ করছে না? তাহলে ইমাম কিভাবে এই ধরনের হিংস্র মানুষের মধ্যে আবির্ভূত হবেন।

ওমর ও আবু বকরের দাবি ছিল রাসূল(সা.) কর্তৃক খলিফা নির্ধারণ করার দরকার নেই। তারা আরও বলে, «إِن رَسُولَ الله‏ِ صلی‌الله‌علیه‌وآله‌وسلم مَضی وَ لَمْ یسْتَخْلِفْ؛ রাসূল(সা.) দুনিয়া থেকে চলে গেলেন এবং তার স্থানে কোন খলিফা নির্ধারণ করে গেলেন না।

এভাবে একদল মানুষ ইসলামকে বিকৃত করে মুসলমানদেরকে ধোঁকা দিয়েছে এবং তার কারণেই একর পর এক ইমামদেরকে হত্যা করা হয়েছে।

captcha