IQNA

মাহমুদিয়া মসজিদে ক্যামেরা লাগানোর ফলে ক্ষুব্ধ মুসলমানেরা

23:56 - July 18, 2018
সংবাদ: 2606243
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি দখলদার ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের ইয়াফা শহরের মাহমুদিয়া মসজিদে সিসি ক্যামেরা ইন্সটল করেছে। এই ফলে এই শহরের মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করেছেন।

মাহমুদিয়া মসজিদে ক্যামেরা লাগানোর ফলে ক্ষুব্ধ মুসলমানেরা
বার্তা সংস্থা ইকনা: ইসরাইলের অ-ইহুদী ধর্মের অফিসে উপকূলীয় শহর ইয়াফার ইসলামী নির্বাচন বোর্ড একটি চিঠি প্রেরণের মাধ্যমে সিসি ক্যামেরা ইন্সটল করে ইয়াফা মসজিদে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘনের জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করেছে।
মাহমুদিয়া মসজিদে ৮টি সিসি ক্যামেরা ইন্সটল করার পর এই চিঠি প্রেরণ করা হয়েছে। এই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইসলামী দলে এই ক্যামেরাগুলি তদন্ত করেছে। তদন্ত শেষে দেখা গেছে এই ক্যামেরাগুলো ধর্মীয় ডিপার্টমেন্ট মন্ত্রণালয় লাগিয়েছে এবং এ ব্যাপারে মসজিদ কর্তৃপক্ষের কোন ভূমিকা নেই।
ইসলামী নির্বাচন বোর্ড এসকল সিসি ক্যামেরা ইন্টেলের বিষয়টি জঞ্জালমূলক হস্তক্ষেপ বলে উল্লেখ করে বলেছে: এধরণের পদক্ষেপের ফলে মুসল্লিরা রাগান্বিত ও ক্ষুব্ধ হয়েছেন এবং এটি মুসল্লিদের স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে। এর মাধ্যমে সমগ্র সম্প্রদায়ের আবেগকে উস্কে দেওয়া হয়েছে।

মাহমুদিয়া মসজিদে ক্যামেরা লাগানোর ফলে ক্ষুব্ধ মুসলমানেরা
এই চিঠিতে মুসল্লিদের বিভিন্ন ধরণের অভিযোগ উল্লেখ করে এসকল ক্যামেরা খুলে ফেলার কথা বলে উল্লেখ করা হয়েছে: ইসলামী ওয়াক্ফের মধ্যে মসজিদ একটি এবং এই মন্ত্রণালয়ের কোন বিভাগের সাথে এটি সম্পৃক্ত নয়। আইনগতভাবে আপনাদের হস্তক্ষেপ করার অধিকার এখানে নেই।
চিঠির সর্বশেষে উল্লেখ করা হয়েছে: ইসলামী বোর্ড আপনাদেরকে ৭ দিন সময় বেধে দিচ্ছে। এই ৭ দিনের মধ্যে আপনারা আপনাদের ক্যামেরাগুলো খুলে নিয়ে যাবেন। অন্যথায় এই বোর্ড আইনগত ব্যবস্থা নেবে।
iqna

 

captcha