IQNA

মহানবী (সা.) নবুয়তের মাধ্যমেই মানুষ সত্যের সন্ধান পেয়েছিল

1:22 - April 23, 2018
সংবাদ: 2605584
মহানবী হযরত মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ভালবাসা, ন্যায়নিষ্ঠতা, মানবতা, মুক্তি এবং উত্তম চরিত্রের বাণী নিয়ে মানব জাতির হেদায়েতের উদ্দেশ্য এ পৃথিবীর বুকে পদার্পণ করেছিলেন।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইসলামের সত্য ও সঠিক পথকে জানাবার জন্যে আমাদেরকে আল্লাহর বাণী কুরআন মজীদকে বুঝতে হবে এবং মানতে হবে। ঠিক তেমনি আমাদেরকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী হাদীস পড়তে হবে এবং সে অনুযায়ী চলতে হবে। তবেই মহান আল্লাহ খুশী হবেন আমাদের প্রতি। আমরা হতে পারবো সত্যিকার মুসলিম।

মহানবী হযরত মুহাম্মাদ(সা.) নিজেও তার নবুয়তের উদ্দেশ্য হিসাবে বলেন: بُعِثْتُ لِأُتَمِّمَ مَکَارِمَ الْأَخْلَاقِ আমি নৈতিক চরিত্রকে পূর্ণতায় পৌঁছানোর জন্য নবী হিসাবে প্রেরিত হয়েছি।

মহানবী চল্লিশ বছর ধরে আল্লাহর ইবাদত করতেন এবং যখন তার অন্তর নুরের আলোতে পরিপূর্ণ হয়ে গেল তখন আল্লাহ তাকে নবুয়ত ঘোষণা করা জন্য নির্দেশ দিলেন এবং তার উপর পবিত্র কোরআন অবতীর্ণ হতে শুরু করল। সুতরাং ৪০ বছর বয়সটা হচ্ছে আল্লাহর খালেস ও খাটি বান্দা হওয়ার উপযুক্ত সসময় যারা ৪গ বছল ধরে নিজেকে আধ্যাত্মিকভাবে গড়ে তুলতে পারে কেবল তারাই আল্লাহ বিশেষ বান্দা হতে পারে। فلما استکمل اربعین سنه و نظر الله عزوجل الی قلبه فوجده افضل القلوب و اجلها، و أطوعها و أخشها و أخضعها

মাওলা আলী(আ.) বলেছেন: فَمَن یُرِدِ اللَّهُ أَن یَهدِیَهُ یَشرَح صَدرَهُ لِلإِسلامِ যে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেতে চায় তাকে অবশ্যই ইসলামের প্রতি উদার হতে হবে

captcha