IQNA

বসন্তের আয়াতসমূহের তিলাওয়াত -৬;

রাগিব মুস্তাফা গালুশের সুললিত কণ্ঠে সূরা রূমের তিলাওয়াত

2:34 - April 17, 2018
সংবাদ: 2605537
আন্তর্জাতিক ডেস্ক: বসন্তের আয়াত সমৃদ্ধ পবিত্র কুরআনের রূম সূরা। এক মাহফিলে মিশরের বিখ্যাত ক্বারি রাগিব মুস্তাফা গালুশ এই সূরাটি তিলাওয়াত করেছেন।



বার্তা সংস্থা ইকনা: মহান আল্লাহ তায়ালা পক্ষ থেকেই বসন্ত আসে যা তার রহমত ও বরকতের বার্তা সম্পর্কে আমাদেরকে অবগত করে। বসন্ত কালে ঠাণ্ডা বাসাত ঘুমিয়ে পড়ে এবং গাছপালা পুনরায় জন্মগ্রহণ করে। আকাশে মেঘ থাকে, পৃথিবীর বুক সবুজ হয়। প্রকৃতি তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই সুন্দর মনোরম পরিবেশ বসন্তের আয়াতসমূহের তিলাওয়াত শুনে আমরা আমাদের হৃদয়কে বসন্ত সতেজতায় সতেজ করি।
বসন্তের আগমনে আমরা আজ বসন্তের সমন্বয়ে আয়াতের তিলাওয়াত শুনবো। মিশরের প্রসিদ্ধ ক্বারি রাগিব মুস্তাফা গালুশ সূরা রূমের তিলাওয়াত করেছেন।
ক্বারি রাগিব মুস্তাফা গালুশ এই তিলাওয়াতটি ৮০ দশকে মিশরে অনুষ্ঠিত এক মাহফিলে তিলাওয়াত করেছেন। এই মাহফিলে তিনি সূরা রূমের ১ থেকে ৩০ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছেন।

সূরা রূমের ১৯ ও ২৪ নম্বর আয়াতে জমিন মৃত হওয়ার পর পুনরায় জীবিত হওয়ার ব্যাপারে দৃষ্টিপাত করা হয়েছে:


يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَيُحْيِي الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَكَذَلِكَ تُخْرَجُونَ ﴿۱۹﴾


যিনি মৃত হতে জীবিতকে বের করেন এবং জীবিত হতে মৃতকে বের করেন এবং ভূমির মৃত্যুর পর তাকে সজীব করেন; এভাবেই তোমরা (কবরসমূহ হতে) বের হবে।

 

وَمِنْ آيَاتِهِ يُرِيكُمُ الْبَرْقَ خَوْفًا وَطَمَعًا وَيُنَزِّلُ مِنَ السَّمَاءِ مَاءً فَيُحْيِي بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ ﴿۲۴﴾


তাঁর নিদর্শনাবলির মধ্যে এটাও একটি যে, তিনি তোমাদের শংকা ও আশার উদ্রেক করার জন্য বিজলী প্রদর্শন করেন এবং আকাশ হতে বারি বর্ষণ করেন; পরে এর দ্বারা ভূমিকে এর মৃত্যুর পর সজীব করেন; নিশ্চয় এতে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলি রয়েছে।
iqna

 

captcha