IQNA

বিশ্বের বিভিন্ন দেশের যায়েরদের উপস্থিতিতে;

হযরত জয়নাব (সা.আ.) এর শুভ জন্মবার্ষিকী উপলক্ষে ইমাম আলী (আ.)এর মাযারে মাহফিল

21:26 - January 23, 2018
সংবাদ: 2604868
আন্তর্জাতিক ডেস্ক: বনি হাশিমের আকিলা বা জ্ঞানী হযরত জয়নাব (সা. আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ইরাকের নাজাফে তাঁর মহামান্য পিতা হযরত আলী (আ.)এর পবিত্র মাযারে বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

হযরত জয়নাব (সা.আ.) এর শুভ জন্মবার্ষিকী উপলক্ষে ইমাম আলী (আ.)এর মাযারে মাহফিল 

বার্তা সংস্থা ইকনা: ধৈর্যের প্রতীক এবং কারবালা মহীয়সী নারী হযরত জয়নাব (সা. আ,) ষষ্ঠ হিজরির ৫ই জমাদিউল আউয়াল জন্মগ্রহণ করেন।

তাঁর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে আহলে বয়েত (আ.)এর ভক্ত ও অনুসারীগণ ইরাকের ধর্মীয় নগরী নাজাফে ইমাম আলী (আ.)এর মাযারে উপস্থিত হয়ে তাঁকে স্বাগত জানিয়েছেন।

মাযারের খাদেম এবং জিয়ারতকারীদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে আহলে বায়েত (আ.)এর শানে বিশেষ করে হযরত জয়নাব (সা. আ.)এর শানে তাওয়াশী, সুরুদ এবং কবিতা পাঠ করা হয়।

হযরত জয়নাব (সা. আ.) ছিলেন রাসূলের (সা.) নাতী এবং হযরত আলী (আ.) এবং হযরত ফাতেমা (সা. আ,) এর তৃতীয় সন্তান। তিনি আব্দুল্লাহ ইবনে জাফরের স্ত্রী ছিলেন। কারবালার মর্মান্তিক ঘটনার সময় তিনি তাঁর যুগের ইমাম ও ভাই হযরত ইমাম হুসাইন (আ.)এর পাশে ছিলেন। ইমাম হুসাইন (আ.) শহীদ হওয়ার পর কাফেলার দায়িত্ব তিনিই পরিচালনা করেন। তাদেরকে বন্দি করে কুফা ও শামে অত্যাচারী শাসক ইবনে জিয়াদ ও ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি সাহসী বক্তৃতা দিয়ে প্রকৃত ইসলামকে সকলে সম্মুখে স্পষ্ট করেন। তিনি তাঁর পিতা-মাতা এবং ভাইদের প্রতি অনেক অত্যাচার পরিলক্ষিত করেছেন। তার জীবনে অনেক মুসিবত সহ্য করার জন্য তাকে উম্মুল মাসায়েব বলা হয়।

iqna

 

 

captcha