IQNA

সিরিয়ার গাফরিনে তুর্কি বাহিনীর হামলা

8:47 - January 23, 2018
সংবাদ: 2604862
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলীয় আফরিনের আ'জাজ এলাকায় তুর্কি বাহিনী নতুন করে হামলা শুরু করেছে।

সিরিয়ার গাফরিনে তুর্কি বাহিনীর হামলা
বার্তা সংস্থা ইকনা: গত শনিবার বিকেল থেকে আফরিন শহর ও এর আশেপাশের এলাকায় সামরিক অভিযান শুরু করেছে তুরস্কের সেনাবাহিনী। তুর্কি জঙ্গিবিমানগুলোও সেখানে বোমা বর্ষণ করেছে। আঙ্কারা বলেছে, কুর্দি গেরিলারা ক্রমেই তাদের জন্য হুমকি হয়ে উঠছে।
তুর্কি সেনারা রোববার সিরিয়ার আলেপ্পো প্রদেশে আফরিনের "পিপল'স এডভোকেসী ইউনিয়নে" হামলা করেছে।
এবারের সামরিক অভিযানের জন্যও সিরিয়ার সরকারের অনুমতি নেয় নি তুরস্ক। সিরিয়া তুর্কি অভিযানকে দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন বলে ঘোষণা করেছে।
রোববার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ বলেছেন, তুরস্ক যা করছে তা আগ্রাসন। সিরিয়ার সরকারের সঙ্গে সমঝোতায় আসতে তিনি কুর্দি গেরিলাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তুরস্কেরে প্রেসিডেন্ট এরপূর্বে সন্ত্রাসী বাহিনী এবং কুর্দিদের সমর্থনের জন্য আমেরিকার প্রতি অসন্তোষ প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ার উত্তরাঞ্চলে ৪৯০০ কিলোমিটার এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী প্রেরণ করেছে।
iqna

 

captcha