IQNA

ক্লিনারের কুরআন তিলাওয়াত শুনে পথচারীরা মুগ্ধ

15:40 - October 23, 2017
সংবাদ: 2604143
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের 'রাস আল-খাইমাহ' শহরের পাকিস্তানের "গোলাম সাব্বির" ক্লিনারের কাজ করেন। কাজের মধ্যে তিনি কুরআন তিলাওয়াতও করেন। তার কুরআন তিলাওয়াত শুনে পথচারীরা মুগ্ধ হয়ে তার তিলাওয়াতকৃত একটি ভিডিও সামাজিক নেটওয়ার্কে আপলোড করেছেন।
ক্লিনারের কুরআন তিলাওয়াত শুনে পথচারীরা মুগ্ধ
বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের 'গোলাম সাব্বির' আমিরাতের রাস আল খাইমাহ শহরের রোড ক্লিন করতে করতে কুরআন তিলাওয়াতও করেন। কুরআন তিলাওয়াতের সকল নিয়ম বজায় রেখে তিনি সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
রাস আল-খাইমহের অধিবাসীরা এব্যাপারে বলেছেন: আমরা শহরে ঘুরে বেড়াচ্ছিলাম। হটাত করে সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত শুনতে পাই। তিলাওয়াতকারীকে খুঁজে দেখি তিনি পাকিস্তানের নাগরিক। আমিরাতে তিনি রোড ক্লিনারের কাজ করেন।
অপর এক ভিডিও ক্লিপে গোলা সাব্বির তার সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করার পর সুমধুর আযান দিয়েছেন।
সামাজিক নেটওয়ার্কে ভিডিওটি প্রকাশ হওয়ার পর আমিরাতের নাগরিকগণ গোলাম সাব্বিরকে খুঁজে বের করে বুঝতে পারেন, ৪০ বছর বয়সী গোলাম সাব্বির পাকিস্তানের নাগরিক। পূর্বে তিনি মসজিদের মুয়াজ্জিন এবং পেশ ইমাম হওয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত তার আবেদন বাস্তবায়িত হয়নি।
রাশ আল খাইমাহ শহরের পাবলিক সার্ভিসেস অফিস এই পাকিস্তানীর ব্যাপারে বলে: বর্তমানে গোলাম সাব্বির বর্জ্য ব্যবস্থাপনার বিভাগে নিয়োজিত রয়েছেন এবং সেখানে তিনি রোড ক্লিনারের কাজ করছেন।
রাস আল খাইমাহ নগরবাসীরা সামাজিক নেটওয়ার্কে গোলাম সাব্বিরকে সম্মাননা প্রদর্শন এবং তার প্রতিভাকে ধরে রাখা এবং উন্নতি করার জন্য ও বিভিন্ন কুরআন প্রতিযোগিতার তার অংশগ্রহণ করানোর ব্যাপারে বিভিন্ন সংস্থার নিকট আহ্বান জানিয়েছে।
iqna



ক্লিনারের কুরআন তিলাওয়াত শুনে যাত্রীরা মুগ্ধ

captcha