IQNA

ইমাম মাহদী(আ.) প্রতীক্ষাকারীরা কিয়ামতের দিন কার সাথে পুনরুত্থিত হবেন

15:17 - October 23, 2017
সংবাদ: 2604141
নেতা নির্বাচন এবং তার আনুগত্যের ফল কিয়ামত অবধি অব্যাহত থাকবে। কেননা পবিত্র কোরআনে বলা হয়েছে, কিয়ামতের দিন মানুষকে তার ইমাম সহকারে ডাকা হবে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সূরা বনী ইসরাইলের ৭১ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন: يَوْمَ نَدْعُوا كُلَّ أُنَاسٍ بِإِمَامِهِمْ فَمَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُولَئِكَ يَقْرَءُونَ كِتَابَهُمْ وَلَا يُظْلَمُونَ فَتِيلًا

তারপর সেই দিনের কথা মনে কর যেদিন আমি মানুষের প্রত্যেক দলকে তাদের নেতা সহকারে ডাকব। সেদিন যাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে তারা নিজেদের কার্যকলাপ পাঠ করবে এবং তাদের ওপর সামান্যতম জুলুমও করা হবে না।

চিন্তাদর্শ এবং সামাজিক বিষয়ে প্রতিটি মানুষই একজন নেতাকে আদর্শ হিসেবে গ্রহণ করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁকে অনুসরণ করে। কুরআন এই আয়াতে বলছে: কিয়ামতেও মানুষেরা তাদের সেইসব নেতার সাথেই একসাথে পুনরুত্থিত হবে এবং কেননা আখিরাত হচ্ছে এই পৃথিবীর জীবনেরই প্রতিচ্ছবি বা প্রতিকৃতি।

যদি কারো আদর্শিক নেতা নূর এবং হেদায়েতের ইমাম হন তাহলে তাঁর আনুগত্যকারীও মুক্তি পাবে এবং বেহেশতে প্রবেশ করবে। আর যদি কারো নেতা দুর্নীতি পরায়ণ, ফাসেদ কিংবা বিপথগামী হয় তাহলে তার অনুসরণকারীও কিয়ামতে দোযখের অধিবাসী হবে।

এ আয়াতের ধারাবাহিকতায় আরো বলা হয়েছে,  অবশ্য কিয়ামতের বিচারদিনে ঐশী ন্যায়ের ভিত্তিতে বিচারের ব্যবস্থা হবে। সেদিন কারো ওপরই বিন্দুমাত্রও অন্যায় অবিচার করা হবে না।

সমাজনেতা কিংবা মতাদর্শগত নেতার অনুসরণের নিদর্শন বা কীর্তি কেয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে এবং কিয়ামতে মানুষের মাঝে শ্রেণীবিন্যাস করা হবে তাদের নেতাদের মর্যাদার ভিত্তিতে।

নেতৃত্ব এবং ইমামতি মানুষের জীবন জুড়ে বিরাজ করে এবং তা মানুষের চিরন্তন দুর্ভাগ্য কিংবা সৌভাগ্যের ক্ষেত্র তৈরি করে।

এই আয়াতের তাফসীরে ইমাম সাদিক(আ.) ফুজাইল বিন ইয়াসারকে বলেন, তুমি তোমার ইমামকে চিনে রাখ। তবে তার আবির্ভাব দেরিতেই হোক আর তাড়াতাড়িই হোক তাতে তোমার কোন সমস্যা হবে না। যদি ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে মারা যাও তাও তুমি তার অনুসারী আর তার আবির্ভাবের পরে মারা গেলেও তার অনুসারী। যদি তুমি তাকে চিনে থাক আর না চিনলে তোমার জন্য কঠিন বিপদ অপেক্ষা করছে। শাবিস্তান

captcha